নিউজ

আগামী কাল এক দিনের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন ১৯ বছরের সৃষ্টি গোস্বামী

আমরা সিনেমার পর্দায় মাত্র একদিনের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার কাজ দেখেছি। বলিউড অভিনেতা অনিল কাপূরের ‘নায়ক’ ছবিতেই এই ঘটনা ঘটে। তিনি মাত্র একদিনের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন। তবে এবার আর সিনেমার পর্দায় নয়, বাস্তবে ঘটতে চলেছে এমন ঘটনা। আগামী ২৪শে জানুয়ারি একদিনের জন্য মুখ্যমন্ত্রী পদে যোগদান করছেন এক সাবালিকা। একদিনের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হতে চলেছেন হরিদ্বারের বাসিন্দা সৃষ্টি গোস্বামী।

মাত্র একদিনের জন্য হলেও তিনি এই গুরুদায়িত্ব মাথায় তুলে নিচ্ছেন। আগামী ২৪শে জানুয়ারি ‘জাতীয় বালিকা দিবস’। তাই সেই দিনটিকে পালনের জন্য সৃষ্টি গোস্বামীকে মুখ্যমন্ত্রী বানানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড রাজ্য সরকার। সৃষ্টি বর্তমানে বিএসসি-এর তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি জানান, “মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপারটি আমার কাছে অবিশ্বাস্য ছিল। আমি অভিভূত। তবে আমি কথা দিচ্ছি আমার যথাসাধ্য চেষ্টা করবো”।

উত্তরাখণ্ডের রাজধানী গেইরসন থেকে দায়িত্ব সামলাবেন সৃষ্টি। তিনি ২৪শে জানুয়ারি কয়েকটি প্রকল্প পর্যালোচনা করবেন। তার মধ্যে রয়েছে ‘স্মার্ট সিটি প্রকল্প’, ‘অটল আয়ুষ্মান প্রকল্প’, ‘পর্যটন বিভাগের হোমস্টে প্রকল্প’ এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প। রাজ্য সরকারের এক কতৃপক্ষ জানিয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরুর আগে সৃষ্টিকে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের আধিকারিকরা তার সঙ্গে বিশদে উপস্থাপনা করবেন।

এই বিষয়ে উত্তরাখন্ড শিশু অধিকার সংরক্ষণ কমিশন একটি চিঠি লিখেছে রাজ্যের মুখ্যসচীবকে। সৃষ্টি গোস্বামী ২০১৮ সাল থেকে রাজ্যের বিভিন্ন বিধানসভার মুখ্য পদে রয়েছেন। তাই ভেবে চিন্তেই তাকে আগামীকাল এই পদ দেওয়া হয়েছে বলে জানান কমিশনের প্রধান উপদেষ্টা উষা নেগি।

Related Articles