২০বার আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ, অবশেষে ঘর থেকে উদ্ধার অভিনেত্রীর মৃত দেহ

এবার ফের মৃত্যুর খবর উঠে এলো বিনোদন জগত থেকে। বিষ বছর শেষ হওয়ার পরও মৃত্যু পিছু ছাড়ছে না বিনোদন জগতের। একের পর এক মৃত্যু ঘটনায় বিব্রত হয়ে উঠেছেন সাধারণ মানুষ থেকে বিনোদন জগতের সকলেই। এবার মৃত্যু হল বিগ বসের (Big Boss) প্রাক্তন প্রতিযোগী জয়শ্রী রামাইয়ার (Jayashree Ramaiah)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন একাধিক দক্ষিণী সিনেমা জগতের তারকা।
গত বছর ২০বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বিগ বস খ্যাত অভিনেত্রী জয়শ্রী। তাঁর মানসিক অবস্থা বিচার করে ভর্তি করা হয়েছিল রিহ্যাব সেন্টারে। সেখানেই তাঁর চিকিৎসা চলছিলো। তবে সেই সেন্টারের ঘর থেকেই উদ্ধার করা হয় জয়শ্রীর দেহ। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা, তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তিনি কিছুদিন আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে মানসিক অবসাদ নিয়ে পোস্ট করেন। এরপরই চারিদিকে আলোচনা শুরু হয়ে যায়।
যদিও এরপর তিনি নিজের পোস্টটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেন। মানসিক অবসাদ নিয়ে খোলামেলা আলোচনা করতে দেখা যায় কর্নাটকের এই অভিনেত্রীকে। গতবছর ২০২০ সালে তিনি মানসিক অবসাদ নিয়ে পোস্ট শেয়ার করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে।
এরপর ক্যাপশনে ‘গুডবাই’ লেখেন। তারপর জল্পনা শুরু হয়। যদিও তিনি পোস্টটি পরে সরিয়ে নেন এবং মানসিক অবসাদ নিয়ে খোলামেলা আলোচনাও করেন। কিন্তু তারপরও তার কীভাবে মানসিক অবসাদে মৃত্যু ঘটল তা নিয়ে জল্পনা তুঙ্গে। তিনি পোস্ট সরিয়ে নিয়ে এও জানান তাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু তারপরও মৃত্যু তাকে নিয়ে গেলো না ফেরার দেশে। পরিবারের তরফে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো সদুত্তর পাওয়া যায়নি।