আগামি মাস থেকেই সরকারি কর্মীদের নয়া বেতন কাঠামো! কীসে কীসে কোপ পড়তে চলেছে

এবার বড়সড় খবর সরকারি কর্মচারীদের জন্য। আগামী এপ্রিল মাস থেকে বদল ঘটছে ডিয়ারনেস অ্যালাওয়ান্স বা মহার্ঘভাতা, এইচআরএ, ট্রাভেল অ্যালাওয়ান্স-এর নিয়মকানুন। কেন্দ্রীয় সরকার এবার এসব ক্ষেত্রে নিয়ে আসছে নয়া Wage Code। আর তারপর সেই অনুযায়ী বদল ঘটবে সরকারি কর্মচারীদের DA, TA, HRA ।
এই প্রসঙ্গে সম্পদ বিশেষজ্ঞ কার্তিক জাভেরি মন্তব্য করেছেন যে, যদি একবার Wage Code শুরু হয় তবে PF ও গ্র্যাচুইটির পরিমাণের পরিবর্তন ঘটবে। তিনি এর কারণ হিসেবে জানিয়েছেন, কর্মচারীদের মাসিক বেসিন ও DA-এর উপর ভিত্তি করেই পরিমাপ করা হয়ে থাকে মাসিক PF ও গ্র্যাচুইটি। আর তার ফলে নতুন Wage Act 2021 লাগু হলে বদলে যাবে বেসিক ও DA ও তার সঙ্গে বদলাবে PF ও গ্র্যাচুইটি।
জানা গিয়েছে, আগামী এপ্রিল মাসের ১ তারিখ থেকেই কেন্দ্রীয় সরকার Wage Code চালু করার বিষয়ে ভাবনাচিন্তা করছে। এই নিয়ম লাগু হলে একজন সরকারি কর্মচারীর নূন্যতম বেসিক বেতন হবে মোট CTC-র ৫০ শতাংশ। আর এরফলে এর প্রভাব পড়বে সরকারি কর্মীদের ভাতায় যেমন DA, TA, HRA-তে।
নয়া Wage Code অনুযায়ী মূল বেতনের থেকে বেসিক বেতন ৫০ শতাংশ হওয়া বাধ্যতামূলক তার জন্য মোট ভাতার পরিমাণ কখনও ৫০ শতাংশের বেশি হতে পারবে না। এমনটাই জানানিয়েছেন SEBI-এর কর ও বিনিয়োগ বিশেষজ্ঞ জিতেন্দ্র সোলাঙ্কি।