অফবিট

বয়সকে তোয়াক্কা না করে ৭০-এর বৃদ্ধার সঙ্গে বিয়ের পিঁড়িতে ৮০-র বৃদ্ধ, তুমুল ভাইরাল সেই ছবি

সময়ের সাথে সাথে সোশ্যাল মিডিয়ার রমরমা ক্রমাগত বেড়েই চলেছে। যার ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সাথে, খুব সহজেই অবগত হওয়া সম্ভব হয়েছে। নিত্যদিন আমাদের সামনে এমন কিছু দৃশ্য উঠে আসে, যা দেখে অজান্তেই হাসি ফোটে আমাদের মুখে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেরকমই একটি ভিডিও। যা দেখে মন ভরে গিয়েছে নেটিজেনদের। প্রশংসায় ভরিয়ে তুলেছেন সকলে।

কথায় বলে ভালোবাসলে তা বয়স, দূরত্ব কিচ্ছু মানে না। তারই একটি নিদর্শন এই ভিডিওটি। যেখানে দেখা গিয়েছে আশি বছরের এক বৃদ্ধ বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সত্তর বছর বয়সী এক বৃদ্ধার সাথে। কি অবাক হলেন তো? হওয়ারই কথা। তবে এমনটাই ঘটেছে শনিবার রাতে। যদিও এই প্রথমবার নয়, আগেও তারা আবদ্ধ হয়েছেন বিবাহবন্ধনে। তবে তা ৫৫ বছর আগে।

১৬ই মাঘ আত্রেয়ী নদীর পাড়ে অধুনা বাংলাদেশের এক গ্রামে বিয়ে হয়েছিল রিলিপ কুমার রায় ও গৌরী রায়ের। এরপর কেটে গিয়েছে বহু বছর। ছেড়ে এসেছেন নিজের দেশ, বর্তমানে উত্তর দিনাজপুর রায়গঞ্জের মিলনপাড়ার বাসিন্দা তারা। আসলে নাতি-নাতনিদের আবদার মেটাতে বিয়ের ৫৬ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে, আরও একবার ছাদনাতলায় দাঁড়ালেন তারা। পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে সাথে শুভদৃষ্টি, সাতপাক, মালাবদল, সিঁদুর দান সব নিয়ম মেনে সম্পন্ন হল বিবাহ।

খুব সামান্য আয়োজন হলেও, আনন্দে মেতেছিলেন গোটা পরিবার। বর্তমান প্রজন্ম যেখানে বয়স্ক সদস্যদের বোঝা মনে করেন, সেই পরিস্থিতিতে এই ঘটনা সকলের জন্য দৃষ্টান্ত হয়ে রইলো। পাশাপাশি এই আয়োজনের সাক্ষী থাকতে পেরে আনন্দিত পুরোহিতও। এই বিষয়ে পুরোহিত শঙ্কর চক্রবর্তী বলেন, “এরকম অভিজ্ঞতা আমার প্রথম। আজকালকার যুগে যারা বাবা মাকে অবহেলা করে, এমন আয়োজন তাদের কাছে বিশেষ অর্থবহ হবে।”

Related Articles