মানুষের কায়দায় বাইক চালাচ্ছে এক কালো রঙের গরু, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। তাই কোনো ঘটনা ঘটলে সেই মূহুর্তটি ক্যামেরাবন্দী করতে কেউ ভোলেনা। যেহেতু এখন সকলের কাছে রয়েছে স্মার্টফোন তাই ভিডিও করতে ব্যস্ত থাকেন সবাই। আর তারপর সেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। একের পর এক শেয়ারের ফলে সেই ভিডিও পৌঁছে যায় আরও অনেক মানুষের কাছে৷ যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বা কোনো প্ল্যাটফর্মে আছেন তারা ভাইরাল নামক শব্দটির সঙ্গে বহুল পরিচিত। আর তাই বর্তমান জীবনে অবসর সময়ের সঙ্গী এখন স্মার্টফোন।
আর সেই স্মার্টফোনের যেকোনো সোশ্যাল হ্যান্ডেলে আমরা প্রায়শই ভাইরাল ভিডিও দেখে থাকি। সেখান যেমন ভাইরাল হয় নানান পশুপাখির কান্ডকারখানার ভিডিও, তেমনি মানুষের নানান কার্যকলাপের ভিডিও আমরা ভাইরাল হতে দেখি। সম্প্রতি এরকমই একটি গরুর ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি কালো রং-এর গরু একটি দাঁড়িয়ে থাকা বাইকের উপর চেপে বসেছে। গাড়িটির উপর চেপে বসার ফলে গাড়ি নিজে নিজেই চলতে শুরু করেছে।
আশেপাশের মানুষজন এই দৃশ্য দেখেই অবাক। তারা ভাবছেন গরুর এমন কী হল যার কারণে সে এমন আচরণ করছে। ঘটনাটি ঘটার সময় অনেকেই তা মোবাইলবন্দী করেছেন। কিছুটা গিয়েই গাড়িটি তারপর হঠাৎ করেই মাটিতে পড়ে যায়।এরপর গরুটিও দাঁড়িয়ে পড়ে। ব্যাপারটি দেখে মনে হচ্ছে গরুটি যেনো বাইকটি চালাচ্ছে। ঘটনার ভিডিওটি একটি ফেসবুক প্রোফাইল থেকে ভাইরাল হয়েছে।
সুভা খান সুভা নামের এক ব্যক্তি ভিডিওটি শেয়ার করেছেন। শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রায় ৪০ হাজার মানুষ শেয়ার করেছেন। ২ হাজারেরও বেশি মানুষ কমেন্ট করেছেন ও পছন্দ করেছেন ২ লক্ষ ৫০ হাজারেরও বেশি মানুষ। ১ কোটিরও বেশি মানুষ দেখেছেন ভিডিওটি।