অর্থনৈতিকলাইফ স্টাইল

এক মৎস্যজীবীর জালে ধরা পরল বিশাল আকারের চিতল মাছ, যার দাম শুনে চক্ষু চরক গাছ এলাকা বাসীর

মানসাই নদী, যেখানে সারাবছর রুই, কাতলা কিংবা অন্যান্য মাছের দেখা পাওয়া যায়। এছাড়া বর্ষায় মাঝেমধ্যে ইলিশেরও দেখা মেলে। তবে সম্প্রতি সেখানে ধরা পড়েছে ১০ কেজি ওজনের চিতল মাছ। যা শোনার পর রীতিমতো হইচই পড়ে গিয়েছে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের পূর্ব ভোগডাবরি এলাকায়। ভুটান থেকে সৃষ্টি হয়েছে এই মানসাই নদীর।

জলপাইগুড়িতে জলঢাকা এবং কোচবিহারে মানসাই নামে পরিচিত নদীটি এরপর দিনহাটার গিতালদহ সীমান্তে ধরলা নাম নিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে। সারা বছরই এই নদীতে নানান প্রকার মাছের দেখা মেলে। বিশেষ করে বোরোলি মাছটির বিশেষভাবে খ্যাতি রয়েছে। জানা গিয়েছে এই মাছের স্বাদ অসাধারণ।

এছাড়া বর্ষায় ইলিশেরও দেখা মেলে। এই ইলিশের আশাতেই বেশ কয়েকদিন ধরে নদীতে জাল ফেলেছিলেন স্থানীয় মৎস্যজীবীরা। তবে ইলিশ না পাওয়ায় একপ্রকার শুকনো মুখেই ফিরতে হয়েছে বাড়ি। কিন্তু সেদিন সকলকে অবাক করে জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের একটি চিতল মাছ। মাছটি ধরেছেন রঞ্জিত মন্ডল নামক এক স্থানীয় মৎস্যজীবী।

এই বিষয় তিনি জানিয়েছেন, ‘অন্যান্য দিনের মতো আজও কয়েকজন মিলে ইলিশের লোভে মানসাই নদীতে জাল ফেলেছিলাম। বিকেলে জাল তুলতেই দেখি একটা বড়ো মাছ আটকে গিয়েছে। অনেকদিন পর চিতল মাছ ধরতে পেরে ভালো লাগছে।’ অন্যদিকে মাছটি তার বিক্রি করতেও সমস্যা হয়নি। কারণ, প্রতি কেজি ৮০০ টাকা দরে বিক্রি হয়েছে এই চিতল।

Related Articles