নিউজ

শুরু হতে পারে শীতের নতুন ইনিংস, রাজ্যে জুরে বৃষ্টির পূর্বাভাস

চলতি বছর শুরুর দিকে শীত ছিল না বললেই চলে। যদিও বহু প্রতীক্ষা শেষে অবশেষে হাজির হয় শীত। গত কয়েকদিন ধরে শীতের আবহে হার কাপছে শহরবাসীর। যদিও বৃহস্পতিবার সকাল থেকে তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে, এরই মাঝে সপ্তাহান্তে রাজ্যে জুড়ে বৃষ্টির পূর্বাভাস। যার জেরে পরতে পারে শীত।

আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যজুড়ে আগামী কয়েকদিন শীত থাকবে। গতকালের থেকে এদিন ১ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। যার জেরে আগামী ৭২ ঘন্টায় সামান্য বাড়ার সম্ভাবনা তাপমাত্রা।

তবে, রবিবারের পর ফের নামবে পারদ। আগামী সোমবার থেকে বুধবার জমিয়ে শীত পরার সম্ভাবনা। সপ্তাহান্তে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তৈরি হবে সিকিম ও দার্জিলিঙে। যার জেরে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা সামান্য হলেও সপ্তাহান্তে হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝায় কিছুটা আটকে গিয়েছে উত্তুরে হাওয়া। অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতের তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

যদিও এদিন কলকাতায় পরিষ্কার আকাশ। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রী সেলসিয়াস ছিল। তবে, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রী। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ।

Related Articles