জঙ্গলে ছবি তোলায় ব্যস্ত পর্যটকরা, হঠাৎ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল এক বিশালাকার হিংস্র বাঘ, দেখুন ভিডিও

বাঘ ভারতবর্ষের জাতীয় পশু। তার হিংস্র ও চতুর স্বভাবের জন্য সে বিখ্যাত। বাঘকে সবরকম পশুরাই ভয় পায়। আমরা ছোটবেলা থেকেই বাঘের স্বভাব বা তার সম্পর্কে বইতে পড়েছি। আর মানুষ জাতিও বাঘকে ভয় পায়। কিন্তু সেই বইতে পড়া বাঘকে যদি চোখের সামনে দেখতে পাওয়া যায় তবে কি হবে? বাঘ যেহেতু হিংস্র পশু তাই তার থেকে সকলেই দূরে থাকে। বিভিন্ন অভয়ারণ্যে সাফারি করতে গিয়ে বাঘকে আমরা নিজের মনে চলাফেরা করতে দেখি।
ভারতের জাতীয় পশুকে চোখের সামনে দেখতে চায় সকলেই। সামনে থেকে দেখলেও মনের মধ্যে যেমন একটি ভয়ের অনুভূতি হয় তেমনি বিস্ময়ও কাজ করে। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে। আর সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই ছড়িয়ে পড়েছে চারিদিকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি পাঁচিলের একপাশে বনজঙ্গল, আর পাঁচিলে অপরদিকে রাস্তা। সেই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে দুটি মানুষ ভর্তি ট্রাক।
Idiotitis…
When human brain shuts down & mouth keeps talking.Appreciate the anger management of the tiger. But that can’t be guaranteed in future. pic.twitter.com/dSG3z37fa8
— Susanta Nanda IFS (@susantananda3) January 21, 2021
হঠাৎ করেই বনের দিক থেকে পাঁচিলের উপর একটি বাঘ উঠে আসে। ট্রাকের অপেক্ষারত মানুষেরা ভয় পেয়ে যায় বাঘকে একটিবার দেখার অপেক্ষা করছিলেন যারা। আবার বিস্ময়ে বাঘটিকে দেখতেও থাকেন তারা। আর এই মূহুর্তটি পাশের একটি ট্রাকের কয়েকজন মোবাইলবন্দী করেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ার একটি প্ল্যাটফর্ম টুইটারে ভারতীয় বন পরিষেবাদির কর্মকর্তা সুসন্ত নন্দ শেয়ার করে পর্যটকদের ব্যবহারের চরম নিন্দা করেছেন।
When will we understand that PLASTIC KILLS!!! pic.twitter.com/AeaFCugEvh
— Sudha Ramen IFS 🇮🇳 (@SudhaRamenIFS) January 22, 2021
ভিডিওটি বর্তমানে টুইটারে ১০,০০০০ বার দেখা হয়েছে। কিছুদিন আগেই প্লাস্টিকমুক্ত একটি অভয়ারণ্যে একটি বাঘের মুখেই প্লাস্টিকের বোতল চিবোতে দেখা গিয়েছে। যেহেতু আশপাশ থেকে প্লাস্টিক আসার সম্ভবনা নেই তাই এই ঘটনার জন্য অভয়ারণ্য কতৃপক্ষ মানুষকেই দায়ী করেছেন। মানুষের উপদ্রুবে যে বন্যপ্রাণীরা ক্ষতির মুখে পড়ে তা এইসব ভাইরাল ভিডিওতেই স্পষ্ট হয়ে যায়।