Viral news: ভরা কামরায় ধূমপান এক যুবতী কণ্যার, ভিডিয়ো করে রেলমন্ত্রীকে ট্যাগ করতেই যা হল দেখুন ভিডিওতে

ট্রেনের ভিতর ধূমপান কড়াভাবে নিষিদ্ধ। এই ব্যাপারে রেলের তরফে রীতিমতো সতর্ক করা হয়। তারপরেও অনেকে ইচ্ছে করেই ধূমপান করেন। ট্রেনের ভিতরে বসেই দেদার বিড়ি সিগারেট ধরিয়ে খেতে থাকেন। সহযাত্রীদের অসুবিধা হলেও ভ্রুক্ষেপ করেন না। এমনই একটি ঘটনা এবার ভাইরাল হল টুইটারে। ট্রেনের ভিতরে একদল তরুণী উঠেছিলেন। ট্রেনে উঠেই ধূমপান শুরু করে দেন তারা। ভরা কামরার মধ্যেই কারও সুবিধা অসুবিধার তোয়াক্কা না করে চলতে থাকে ধূমপান। ভিডিয়োটি দেখার পর থেকে সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনরা। অবিবেচকের মতো ধূমপানের জন্য কটু কথা শোনাতেও ছাড়েননি নেটিজেনদের একাংশ।
ভিডিয়োটিতে দেখা যায়, টাটানগর থেকে কাটিহারগামী একটি এক্সপ্রেসের ভরা কামরা। সেখানেই উঠেছেন কয়েকজন তরুণী। উঠেই তারা অনবরত ধূমপান করে চলেছেন। যিনি ভিডিয়ো তুলেছেন, তিনি ক্যাপশনে লেখেন, ‘এই মেয়েগুলি গত রাতে ওঠার পর থেকে শুধু গাঁজা আর সিগারেট খেয়ে যাচ্ছে!’ একইসঙ্গে পরের লাইনে তিনি লেখেন, ‘আসানসোল থেকে এরা টাটানগর-কাটিহারের ট্রেনে উঠেছে।’
টুইটারে ভিডিয়োটি শেয়ার করার পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোকেও ট্যাগ করেন ওই ব্যক্তি। রেল মন্ত্রকের নজরে আনতেই তা করা হয়। এরপরেই রেলওয়ে সেবার তরফে উত্তর আসে টুইটে। টুইটের রিপ্লাই দিয়ে রেলওয়ে সেবা লেখে, ‘স্যর, দয়া করে আপনি আপনার যাত্রার বিবরণ ও ফোন নম্বর আমাদের সরাসরি মেসেজ (ডিএম) করে পাঠান। এছাড়াও এই বিষয়ে আপনি ‘রেল মদত’এর ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানাতে পারেন। পাশাপাশি ১৩৯-এ ফোন করেও জানাতে পারেন এই ঘটনার কথা।’ টুইটের রিপ্লাইয়ের শেষে রেলওয়ে সেবার তরফে লেখা হয়, — আরপিএফ ইন্ডিয়া।
@AshwiniVaishnaw
इन लड़कियों ने रात भर गांजा और सीक्रेट करें पिया है 😡
Yah log Asansol mein chadhi thi Tata Katihar train mein pic.twitter.com/vo5YwI3DIf— Parmanand kumar Saw (@Parmana93518260) February 27, 2023
রেলওয়ে সেবার তরফ থেকে একটা রিপ্লাই আসুক, এমনটাই চাইছিলেন নেটিজেনরা। এমন ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত করুক রেল, এই ধরনের কমেন্টও অনেকে করেন। তারপরেই রেলের তরফে উত্তর আসে। এই ব্যাপারে রেলের তৎপরতা দেখে খুশি হন অনেকেই। এক নেটিজেন লেখেন, ‘এবার আশা করি, ওই মেয়েগুলি উচিত শিক্ষা পাবে!’