অফবিটভাইরাল ভিডিও

বাইক নিয়ে দুর্দান্ত কেরামতিতে স্ট্যান্ট দেখালো এক যুবতী, ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়া হল প্রতিভাদের ভিড়। এই মাধ্যমে প্রচুর মানুষদের দেখা যায়। বর্তমান সময়ে এমন কেউ নেই যারা সোশ্যাল মিডিয়ার অঙ্গ নয়। প্রতিদিন সামাজিক মাধ্যমে ভাইরাল হয় নানান প্রতিভাবান বিষয়। যার মধ্যে কারোর দারুণ ছবি আঁকা দেখা যায় তো কেউ দারুণ নাচ করেন। কেউ বাদযন্ত্র ছাড়া দারুণ গান করেন। এমন প্রতিভাদের সম্মুখীন হতে হলে অবশ্যই সামাজিক মাধ্যমে প্রবেশ করতে হবে। কারণ আগেকার মতন আর এখন সেই সময় নেই৷

আগে মানুষ মঞ্চে উঠে সকলের মাঝে নিজের প্রতিভাকে প্রদর্শন করাতো। কিন্তু যত দিন বদলেছে ততই বদলেছে মানুষের চাহিদা। এখন একটি স্মার্টফোন থাকলেই কেল্লা ফতে। নিজের ইচ্ছে মতন ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে যদি মানুষের পছন্দ হয় তবে ভাইরাল হওয়া ঠেকানো যায় না। সকলেই চায় নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে। আর সেই ইচ্ছেকে পূরণ করেছে সামাজিক মাধ্যম।

যদিও করোনার ফলে লক ডাউন হওয়ায় মানুষের সোশ্যাল মিডিয়ায় আনাগোনা আরও বেড়ে গিয়েছে। আরও বেড়ে গিয়েছে নিজেকে ভাইরাল করার ধুম। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চক্ষু ছানাবড়া সকলের। আমরা মেলায় ছেলেদের বাইক স্টান্ট করতে দেখি। আর তা বেশ উপভোগ্য বিষয় আমাদের কাছে।

কিন্তু সমস্ত ধারণাকে বদলে দিয়ে একজন যুবতীকে দেখা গেলো বাইক স্টান্ট করতে। আর সেই ভিডিও মূহুর্তের মধ্যে ভাইরাল। ভিডিওটিতে যুবতীকে বেশ সাহসী দেখা গিয়েছে। এই ভিডিওই প্রমাণ করে আজকালকার যুগে মেয়েরা আর পিছিয়ে নেই। প্লেন চালানো থেকে, রান্নার কাজ কিংবা বাইক স্টান্ট সকল ক্ষেত্রেই তারা পারদর্শী।

Related Articles