বিনোদন

প্রেমের মরশুমে সম্পর্কে সিলমোহর আমির-কন্যা ইরার

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খান (Amir Khan)। তিনি দর্শকদের বেশ কিছু সুপারহিট ছবি উপহার দিয়েছেন। পর পর বেশ কটি অন্য ঘরানার ছবিতে তিনি অভিনয় করেছেন যেগুলি বানিজ্যিক ভাবে বেশ সফল হয়েছে। তার অভিনয়ের প্রশংসায় মুখর অনেকেই।

আর সেই সেলিব্রিটি আমির খানের একমাত্র মেয়ের ব্যক্তিগত জীবন নিয়ে পেজ থ্রির পাতায় লেখালেখি হবে না তা কি করে হয়। আমির খান ও রিনা দত্তের (Reena Dutta) মেয়ে হলেন ইরা খান (Ira Khan)।

এবার তিনি তার নিজের সম্পর্ক নিয়ে খোলামেলা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তিনি জানিয়েছেন তিনি একজনের সঙ্গে প্রেম করছেন। আর সেই প্রেমিক হলেন নিজের ফিটনেস ট্রেনার নূপুর শিখর (Nupur Shikhare)। চলছে প্রেমের মাস।

আর এই দিনগুলিতে জুটিরা নিজের মতন করে উদযাপন করেন। এবার সেই মতন প্রেমের সাগরে ডুব দিলেন আমির-কন্যা ইরা। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে তার প্রেমিক ও ফিটনেস ট্রেনার নূপুর শিখরের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন ইরা।

আর সেই ছবি পোস্ট করে ইরা লিখেছেন আমি তোমার সঙ্গে আছি ও প্রমিস করতে পারছি এটি আমার সৌভাগ্য। বেশ কিছুমাস আগেই ইরার প্রেমের খবরে জল্পনা শুরু হয়। আর তা নিয়ে বেশ সরগরম বলিউড। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে নিজেই প্রকাশ্যে জানালেন সবকিছু। নূপুরের সঙ্গে দিওয়ালির উৎসব পালন করেন ইরা।

আর সেই ছবিও পোস্ট করতে দেখা গিয়েছে ইরাকে। এরপর থেকেই তাদের সম্পর্ক শুরু হয়। গোটা লক ডাউন একেবারে জমিয়ে প্রেম করেছেন তারা। ইরার পাশাপাশি আমির খানের ফিটনেস ট্রেনার নূপুর শিখর। জানা গিয়েছে, গত নয় মাস ধরে ইরার সঙ্গে প্রেম করছেন নূপুর।

Related Articles