বিনোদন

শ্রাবন্তীর ডার্লিং বউমা হতে প্রস্তুত অভিমণ্যুর প্রেমিকা দামিনী

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর (Srabanti Chatterjee) ব্যক্তিগত জীবন নিয়ে টানাপোড়েন চললেও তার পুত্র অভিমন্যু চ্যাটার্জী (Abhimanyu Chatterjee) প্রেম করছেন চুটিয়ে। যদিও শ্রাবন্তী তার স্বামী রোশন সিং (Roshan Singh)-এর সঙ্গে একসঙ্গে থাকেন না বলেই খবর সূত্রের। সোশ্যাল মিডিয়ায় একের পর নিঃশব্দে বিতন্ডার পরেও সেলেব দম্পতি সংবাদমাধ্যমের কাছে খোলসা করে কিছুই জানাননি।

গত বছর দুর্গা পুজোর সময় থেকেই তাদের মধ্যে ঝামেলা দানা বাঁধতে শুরু করে। এরপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। শ্রাবন্তী তার সোশ্যাল হ্যান্ডেল থেকে রোশনের সমস্ত ছবিই সরিয়ে দেন, আর এরপরেই অনুমান সত্যি হতে থাকে।

তবে তাদের মধ্যে যে বিতন্ডাই বাসা বাঁধুক শ্রাবন্তী-পুত্র এক নারীর সঙ্গে বেশ কিছুদিন ধরেই সম্পর্কে আছেন। আর অভিমন্যুর বান্ধবীর সঙ্গেও সময় কাটান শ্রাবন্তী। মেয়েটি হলেন একজন মডেল, দামিনী ঘোষ (Damini Ghosh)।

তার রূপ ও গ্ল্যামার ঘুম কেঁড়েছে নেট দুনিয়ার মানুষের। শ্রাবন্তী-পুত্র অভিমন্যু তার প্রেম নিয়ে বেশ সিরিয়াস। তার বান্ধবী দামিনী টলিউড, বলিউডের সমস্ত নায়িকাদের ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। তার স্লিম চেহারা কিংবা টানা টানা চোখ হৃদয় কেঁড়েছে অনেকের। তার ফ্যানবেসও ক্রমে বেড়ে চলেছে। দামিনী, অভিমন্যু ও শ্রাবন্তী একসঙ্গে সময়ও কাটান।

আর সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই বয়সেই দামিনী একেবারে পারফেক্ট ওয়াইফ ম্যাটেরিয়াল হয়ে উঠেছেন। নিজের হাতে স্যুপ রান্না করছেন। আর সেই ছবিও বেশ ভাইরাল। হয়ত তিনি রান্না করতে ভালোবাসেন তাই অনায়াসেই বানিয়ে ফেলছেন স্যুপ।

Related Articles