বিনোদন

চুটিয়ে প্রেম করছেন অভিমুন্য-দামিনী জুটি, তুমুল ভাইরাল শ্রাবন্তী-পুত্রের অন্তরঙ্গ মুহূর্তের ছবি

এবার ফের নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে বান্ধবীর সঙ্গে ছবি পোস্ট করতে দেখা গেলো টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়কে। এই ছবি পোস্ট করার পাশাপাশি অভিমন্যু ছবিটির ক্যাপশনে নিজের বান্ধবীকে “আমার সাম্রাজ্যের রানী” বলে উল্লেখ করেন। অভিনেত্রীর ছেলে এই ছবি পোস্ট করার পর তা ভাইরাল হয়েছে নিমেষেই। এদিকে শ্রাবন্তী-পুত্র এই ছবি শেয়ার করার পর নানান মন্তব্যে ভরে গিয়েছে। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও চলছে নানান চর্চা।

আর এই নিয়েই সরগরম হয়ে উঠেছে পেজ থ্রি-এর পাতা। অভিমন্যুর বান্ধবী তার মায়ের চেয়ে বয়সে বড় কিনা সেই মন্তব্যও উঠে এসেছে। যার ফলে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। একদিকে যেমন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে অভিমন্যুর বান্ধবীকে নিয়ে সমালোচনা শুরু হয় অপরদিকে অভিনেত্রীর স্বামী রোশন সিং-কে নিয়েও জল্পনা শুরু হয়েছে। রোশন সিং দাবি করেছেন তার নামে ভুয়ো খবর চালানোর জন্য ফেক প্রোফাইল তৈরি হয়েছে।

কিছুদিন আগে নাম না করে রোশন সিং-এর বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়কে। অভিমন্যু যদিও এতদিন স্পষ্টভাবে সোশ্যাল মিডিয়ায় কিছুই বলেননি। তবে তিনি যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন তাতে বেশ বোঝা যাচ্ছে সেই তীর তিনি রোশন সিং-এর দিকেই নিশানা করেছেন। কয়েকদিন আগে অভিমন্যু চট্টোপাধ্যায় তার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি স্টেটাস পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “এমন কিছু বডি বিল্ডার রয়েছেন যারা তাদের শরীরের আকার প্রসার ঘটালেও মস্তিষ্কের বিকাশ ঘটেনি”।

শ্রাবন্তী-পুত্র অভিমন্যুর এমন পোস্টের পর অনুমান করা হচ্ছে তিনি রোশন সিং -কেই তার কথাগুলি ইঙ্গিত করেছেন। আর এরপরই শোরগোল পড়ে যায়। অভিমন্যু আরও বলেছেন, ” কিছু কিছু বডি বিল্ডার মানুষের সঙ্গে ঠিকভাবে কথা বলতেও জানেন না।ছোট থেকে সঠিক শিক্ষা না পেয়ে তারা ভদ্রভাবে কথা বলতে শেখেননি”।

Related Articles