নবববধূর সাজে চমকে দিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া, চোখ ঝলসানো রূপের ভিডিও ভাইরাল

সময়ের সাথে সাথে বাংলা টেলি ধারাবাহিকগুলির রমরমা ক্রমাগত বেড়েই চলেছে। সন্ধ্যা নামলেই একপ্রকার ভীড় জমে যায় টিভির সামনে। বয়স্ক হোক বা খুদে এক এক জনের পছন্দ এক একটি ধারাবাহিক। সেরকমই জি বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক ‘রানী রাসমণি।’ বিগত চার বছর ধরে দর্শকদের মনে নিজেদের জায়গা বেশ পাকাপোক্ত করেছে এই ধারাবাহিকটি। আর সেখানে রানীমার চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া রায়(Ditipriya Roy)। যার মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
আসলে খুব অল্প বয়সেই অভিনয় জগতে পা রেখেছেন তিনি। জানা গিয়েছে নবম শ্রেণিতে পাঠরত অবস্থায় কাজ শুরু করেন এই ধারাবাহিকে। তবে বর্তমানে আর ছোট্টটি নেই, স্কুলের গন্ডি পেরিয়ে পা রেখেছেন কলেজ জীবনে। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। সচরাচর নিজের কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ভাগ করে নেন ভক্তদের সাথে। যা বেশ পছন্দ করে থাকেন নেটিজেনরা।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেরকমই একটি ভিডিও। যেখানে তাকে একেবারে নববধূর সাজে দেখা গিয়েছে। তার পরনে রয়েছে হলুদ রঙের শাড়ি, গায়ে সোনার গয়না আর খোঁপায় ফুল। পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়েছে এই ফটোশ্যুটের ভিডিওটি। একইসাথে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনুগামীরা। উল্লেখযোগ্য, কিছুদিন আগেও তার ফ্যানপেজ থেকে একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে তাকে দেখা গিয়েছিল লাল বেনারসিতে।
এর ফলে অনেকে মনে করেছিলেন হয়তো গোপনে বিয়ে সেরেছেন এই অভিনেত্রী। তবে পরে জানা যায় সেটিও আসলে ফটোশ্যুট ছিল। প্রসঙ্গত, ছোটো পর্দার পাশাপাশি বড়ো পর্দাতেও পা রেখেছেন দিতিপ্রিয়া। শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘অভিযাত্রিক’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘ইন্ডিয়ান প্যানোরামা ২০২০’-তে জায়গা পেয়েছে এই বাংলা ছবি ‘অভিযাত্রিক’। ১৯৫৯ সালে যেখানে ‘অপুর সংসার’ শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয় ‘অভিযাত্রিক’।