প্রেম করছেন দিদিমা-নাতি! সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘রানী রাসমণি’ অভিনেত্রী দিতিপ্রিয়া

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। খুব অল্প বয়সেই তিনি পা রেখেছিলেন অভিনয় জগতে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। হাতে এসেছে একের পর এক ভালো ভালো কাজ। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন জি বাংলায় সম্প্রচারিত ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকের মাধ্যমে। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতুহলের শেষ নেই দর্শকদের।
সম্প্রতি জানা গিয়েছে তার নতুন সম্পর্কের কথা। হ্যাঁ, গুঞ্জন উঠেছিল যে দিতিপ্রিয়া রায় ও বিশ্বাবসু বিশ্বাসের মধ্যে নাকি ধীরে ধীরে গড়ে উঠেছে বন্ধুত্বের চেয়েও বেশি গভীর সম্পর্ক। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই মিলবে তাদের একসাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি। যদিও আসলে তারা অনস্ক্রীন দিদিমা ও নাতি, তবে নেটিজেনদের মধ্যে সমালোচনা শুরু হয় যে হয়তো গোপনে প্রেম করছেন তারা। এতোদিন এই বিষয়ে না মুখ খুললেও, অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী।
একটি সংবাদ সংস্থার কাছে তিনি বলেছেন, আপাতত তিনি কোনো প্রেম করছেন না। তার বিষয়ে এসব ভুলভাল লেখা হয়েছে। ব্যাপারটি খুবই বিরক্তিকর। বিশ্বাবসু আসলে তার পারিবারিক বন্ধু। এমনকি তার প্রেমিকা অর্কজার সাথেও কথা হয় দিতিপ্রিয়ার।
যদিও প্রেম না করার প্রসঙ্গে তিনি বলেন, এখনও পর্যন্ত মনের মতো কাউকে তিনি পাননি। উল্লেখযোগ্য, অন্য একটি সাক্ষাৎকারে তিনি তার ক্রাশের কথা জানিয়েছিলেন। বলেছিলেন তার পছন্দের মানুষ হলেন রবার্ট প্যাটিনসন এবং ক্রিকেটার শুভমন গিল।