আসাধারন সুরে দেশাত্মবোধক গান গাইলেন অভিনেত্রী মধুবনী, তুমুল ভাইরাল ভিডিও

টলিউড ইন্ডাস্ট্রি অন্যতম মিষ্টি প্রেম রাজা ও মধুবনী ওরফে ওম তোড়ার। 2010 সালে শুরু হয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ভালোবাসা ডট কম। 2014 পর্যন্ত সেই সিরিয়াল চললেও তোরা ওমের চরিত্র এখনো মানুষ ভালবাসেন। এই ধারাবাহিকে তাদের অভিনয় মুগ্ধ করেছিল।
অনস্ক্রিন কেমিস্ট্রি শেষ হয়ে গেলেও তাদের মধ্যে শুরু হয়েছিল অফস্ক্রিন কেমিস্ট্রি। ভালোবাসা ডট কম সেটে আলাপ থেকে প্রেম গড়িয়ে সংসার। দেখতে দেখতে একসঙ্গে চারবছর পার করে ফেলেছেন তারা।
সম্প্রতি মধুবনী উত্তর কলকাতার আহিরীটোলায় মধুবনী(Madhubani Goswami) বিউটি স্পা অ্যান্ড সালো নামের নিজের একটি বিউটি পার্লার খুলেছেন এবং সেখানেই ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। নিজের ইনস্টাগ্রামে বিউটি পার্লারের প্রচারও করতে দেখা গেছিল। ইনস্টাগ্রামে তিনি বেশ একটিভ। কাজের পাশাপাশি নিজেদের কাপেল ছবি খুনসুটির মুহুর্ত সবটাই শেয়ার করে নেন ভক্তদের সাথে। আর গেলো পুজোয় নিজেদের ঘরে নতুন অথিতি আসতে চলার খবরটাও শেয়ার করে নিয়েছিলেন তিনি। দুই থেকে তিন হওয়ার পালা প্রায় চলে এলো।
তারা দুজনেই এখন সন্তান আগমনের জন্য প্রহর গুনছেন। সন্তান আসার আগে অভিনেত্রীকে হাসিখুশিতে রেখেছেন স্বামী রাজা। প্রতিটি মুহুর্ত দুজনে উপভোগ করে চলেছেন। যত্ন আর্তিতে কোনো ত্রুটি তো হচ্ছে না বরং দুজনেই আগত সন্তানের কি ডাকনাম রাখবেন কি করবেন এই ভেবেই ব্যস্ত হয়ে গেছেন।
অভিনেত্রীকে কখনো বাড়ির ছাদে বেবি বাম্পের সাথে ছবি তুলতে দেখা যাচ্ছে কখনও টেডি বিয়ারের সাথে খেলতে। সম্প্রতি প্রজাতন্ত্র দিবসের দিন প্রেগনেন্সি অবস্থাতেই খোলা গলায় হিন্দি দেশাত্মবোধক গান গাইতে দেখা গেল অভিনেত্রী কে। বর্ডার সিনেমার গানের ভিডিও বানিয়ে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করতেই নিমিষে ভাইরাল হলেন তিনি। দেখুন সেই ভিডিও।