বিনোদনভাইরাল ভিডিও

প্রথম ‘হ্যাং-আউট’ মা হওয়ার পর, একরত্তি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লেন অভিনেত্রী পূজা

বেশ কয়েকমাস হয়ে গিয়েছে অভিনেত্রী পুজা বন্দ্যোপাধ্যায়ের পুত্র সন্তান জন্মগ্রহন করেছে। ধীরে ধীরে তার একমাত্র ছেলেও বড় হচ্ছে। ছেলের নাম রেখেছেন কৃশিব বর্মা। বয়স হয়েছে সাড়ে তিন মাস। গোটা বিশ্ব সহ দেশ জুড়ে করোনার উপদ্রবে কেউই বাড়ি থেকে বেরোয়নি। লক ডাউন জারি হওয়ার পর ক্রমে আনলক প্রক্রিয়া চালু হয়। আর তার পরে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে সবকিছু। আর তারই মাঝে ধীরে ধীরে বড় হয়ে উঠেছে অভিনেত্রী পুজার ছেলে।

অন্তঃসত্ত্বা অবস্থায় বেশ কিছু বেবি বাম্পের ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন পুজা। তবে ছেলে জন্মের পর তার কোনো ছবি প্রকাশ্যে আনেননি তারা। ছেলের শরীর দৃশ্যমান হলেও মুখ স্টিকার দিয়ে আড়াল করে রাখতেন। এবার ছেলেকে প্রকাশ্যে আনলেন পুজা। আর তার সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে প্রথমবার বাইরে গেলেন। একেবারে সাধারণ সাজেই ছেলে কৃশিব ও স্বামী কুনালকে নিয়ে ঘুরতে বেরোলেন অভিনেত্রী।

কুনাল তার সোশ্যাল হ্যান্ডেলে ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “ম্যায় অউর মেরা বেটা”। তাদের ছবি সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল। অভিনেত্রী পুজার অনুগামীরা তাদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে অন্তঃসত্ত্বা হওয়ার পর পুজা স্টার ভারত চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘জগজননী মা বৈষ্ণব দেবী’ ছেড়ে দিয়েছিলেন। কারণ তার কিছুদিন বিশ্রামের প্রয়োজন ছিল।

তবে তাতে অভিনেত্রীর আক্ষেপ নেই। মা ও ছেলে দিব্যি আছেন। করোনা আবহে কোথাও ঘুরতে যাননি তারা। এবার তাই ভ্যাক্সিন আবিষ্কার হওয়ার পর সাহস করে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লেন তারা। প্রথমবার বাইরে ঘুরতে পেরে বেশ মজা পেয়েছে ছেলে তা ছবিগুলি দেখলেই বোঝা যাচ্ছে। নেটিজেনরা কমেন্ট বক্সে সতর্কবার্তা জানিয়েছেন।

Related Articles