বিনোদনভাইরাল ভিডিও

সাদা টাওয়ালে শুয়ে রোদ পোহাচ্ছে কৃশিব, অভিনেত্রী পূজার একমাত্র ছেলের আদর মাখা ভিডিও ভাইরাল

অভিনেত্রী পূজাকে কে না চেনে? কয়েকদিন আগেই মা হয়েছেন পূজা। যদিও ছেলে জন্মের পর থেকে একরত্তি কে অন্তরালেই রেখেছিল পূজা। যদিও গত কয়েকদিন ধরে প্রকাশ্যে এসেছে পূজার ছেলে। সোশ্যাল মিডিয়ায় পূজার ছেলে আসতেই ভাইরাল।

টলিউড থেকে বলিউড পূজার রাজ সর্বত্র। ভালো অভিনয় যেমন তিনি করেন তেমনই পূজার রূপ। অভিনেত্রীকে দেখে কুপোকাত সকলেই। এরই মাঝে ছেলে হয়েছে পূজার। কৃষ্ণ ও মহাদেবের নাম মিলিয়ে পূজা ও কুনাল তার ছেলের নাম রেখেছে কৃশিব।

কৃশিব হওয়ার পর থেকে তাকে অন্তরালে রেখেছিল পুজো। কখনও ছেলের হাত আবার কখনও ছেলের পায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করত পূজা। যদিও গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় পূজার ছেলেকে লক্ষ্য করা যাচ্ছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পূজার ছেলের ভিডিও। যেখানে কৃশিব খালি গায়ে একটি সাদা তোয়ালে শুয়ে রোদ পোহাচ্ছে সাথে তার বাবা তাকে আদর করছে। আদর পেয়ে খুশিতে ডগমগ একরত্তি। পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল ভিডিও।

Related Articles