বয়সের সংখ্যা ছিকেয় তুলে ভরপুর খোশমেজাজে অভিনেত্রী রত্না ঘোষাল, উপহার দিচ্ছেন একের পর এক হিট ধারাবাহিক

প্রায় আড়াইশোর ওপর বাংলা ছবিতে কাজ করেছেন তিনি। বর্তমানে টলিপাড়ার যেকোনও ধারাবাহিকে শাশুড়ি কিংবা মা মানেই তিনি। তার অভিনয়ের জাদুতে আজম মুগ্ধ আমজনতা। বলার অপেক্ষা রাখে না এখানে কথা হচ্ছে অভিনেত্রী রত্না ঘোষালকে নিয়ে। বয়স একটা সংখ্যা মাত্র বারবার প্রমাণ দিচ্ছে এই অভিনেত্রী। বয়সের ভার কে তুড়ি মেরে উড়িয়ে নিজের ছন্দে মেতে একের পর এক ধারাবাহিকে অভিনয় করে মাত করছেন রত্না।
রাজা রামমোহন চলচিত্রের অভিনয়ের সিনে জগতে পা রাখেন রত্না ঘোষাল। এরপর আর ফিরে তাকাতে হয়নি। তিনি প্রায় পঞ্চাশটিরও বেশি চলচিত্রে অভিনয় করেন। সিনেমা হল-ছোট বউ, দেনা পাওনা, মৌচাক, অচেনা অতিথি, স্বয়ংসিদ্ধা ইত্যাদি বহু ছবিতে তাকে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। বেশ খানিকটা বয়স হয়ে গিয়েছে অভিনেত্রীর। কিন্তু তবুও অভিনয় ভোলেনি তিনি। নিজের পেশা থেকে এখনও অবসর নেননি রত্না।
বাংলা ধারাবাহিকে বর্তমানে চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন রত্না ঘোষাল। বাংলা ধারাবাহিকে বেশিরভাগ ক্ষেত্রেই মা, শাশুড়ির চরিত্রে অভিনয় করেন রত্না ঘোষাল।সম্প্রতিক সংবাদমাধ্যমের কাছে রত্না ঘোষাল জানান, বাংলা ধারাবাহিকের শ্যুটিং ফ্লোরে নাকি সংলাপ ধরিয়ে দিয়ে বলা হয়, ‘মুখস্থ করে নিন, শট নেব,’। তার আরও ক্ষোভ, বর্তমানে সব ধারাবাহিকের গল্প প্রায় একই ধরণের। আগেকার দিনে বিভিন্ন বিষয় নিয়ে কাজ হত, যেমন আশির দশকে জোছন দস্তিদারের পরিচালনায় ‘সেই সময়’ হয়েছিল। পার্ট নিয়ে পরিশ্রম করার জন্য একটা গোটা সপ্তাহ পাওয়া যেত।
আজকাল সে সব ভাবাই যায় না। প্রযুক্তি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলা ধারাবাহিকের গুণগত মানও অনেক পড়ে হয়েছে। তার আরও অভিযোগ, সংলাপ মুখস্থ করে শট দেওয়া সম্ভব নয়। তবে এই সমস্ত ক্ষোভের বাইরে গিয়েও সওর ঊর্ধ্ব রত্না ঘোষাল অভিনয় জগতে হেসেখেলে দাপটের সঙ্গে বিভিন্ন চরিত্রে অভিনয় করে চলেছেন।