বিনোদন

মেয়ের প্রথম জন্মদিনে ছবি শেয়ার করলেন অভিনেত্রী Shilpa Shetty

স্বামী, সন্তান নিয়ে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রার(Shilpa Shetty) সুখের সংসার। বর্তমানে ছেলে ভিয়ানের বয়স আট, আর মেয়ে সামিশা চলতি মাসে এক বছর পূর্ণ করলো। মেয়ের জন্মদিন উপলক্ষ্যে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আদরমাখা পোস্ট করেছেন তিনি।

সামিশার বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করে লিখেছেন, “তোর জন্মদিনে তোর কাছ থেকে মা ডাক শোনা, আমার জীবনের সবচেয়ে বড়ো উপহার। তোর প্রথম দাঁত, প্রথম কথা, প্রথম হাসি সবকিছুই আমার জন্য স্পেশাল। শুভ প্রথম জন্মদিন আমাদের পরী। আমরা তোকে অনেক ভালোবাসি।”

গত বছর ফেব্রুয়ারী মাসে জন্ম হয়েছে রাজ ও শিল্পার মেয়ে সামিশার। যদিও সাধারণভাবে নয় সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছে তাদের দ্বিতীয় সন্তানের। তবে প্রথমদিকে এই খবরটি জানতেন না কেউই। তাইতো কন্যা সন্তান জন্মের খবর সামনে আসতেই, একপ্রকার চমকে গিয়েছিলেন সবাই। আসলে ভিয়ানের জন্মের পর একাধিকবার গর্ভপাত হয়েছে শিল্পার।

যেই কারণে তারা সিদ্ধান্ত নেন সারোগেসি পদ্ধতি অবলম্বন করার। সেই মতো জন্ম হয় সামিশার।

তবে উল্লেখযোগ্য বিষয় হল প্রথমদিকে মেয়ের ছবি ও ভিডিও প্রকাশ্যে আনলেও তাতে তার মুখ দেখা যায়নি। অবশেষে রীতি মেনে কনকপূজার পর মেয়ের মুখ দেখিয়েছেন এই অভিনেত্রী। এরপর সোশ্যাল মিডিয়াতে সচরাচর পোস্ট করতে থাকেন একের পর এক ছবি ও ভিডিও।

এবার মেয়ের জন্মদিন উপলক্ষ্যে পোস্ট করলেন এই ছবিগুলি। যা পোস্ট করতেই ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুগামী থেকে শুরু করে অন্যান্য তারকারাও। সামিশাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সকলে।

Related Articles