বিনোদন

সরস্বতী পুজোর শুভ লগ্নে সাক্ষাৎ দেবী সরস্বতীর রূপে অভিনেত্রী শ্রীমা, ভাইরাল ছবি

করোনা কাঁটায় ভুগছে শহর। যত সময় বাড়ছে ততোই আতঙ্ক ছড়াচ্ছে করোনা। এরই মাঝে সরস্বতী পুজোর শুভ লগ্ন এসে হাজির। আর এবার সরস্বতী পুজোয় একেবারে জ্যান্ত সরস্বতী হয়ে উঠল অভিনেত্রী শ্রীমা।

কথাতেই বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পেলেই হল হুজুগে বাঙালি মেতে উঠবে সেই আনন্দে। এরই মাঝে সরস্বতী পুজোর শুভক্ষণ এসে হাজির। সরস্বতী পুজো মানেই হলুদে ভাসবে শহরের রাজপথ। এবারও তার ব্যতিক্রম হয়নি। সরস্বতী পুজো উপলক্ষে রঙের খেলায় রঙিন কলকাতা। সাধারণ মানুষের পাশাপাশি সেই তালিকায় নাম লিখিয়েছিল সেলবরাও।

অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য্যকে কে না চেনে। বর্তমানে টলি পাড়ায় জাঁকিয়ে বসেছে সে। তার অভিনয় থেকে তার লুক সবেতেই ফিদা আম জনতা। আজ সরস্বতী পুজো বলে কথা সরস্বতী পুজোয় সাজবে না শ্রীমা একি হতে পারে?

উহু একদমই না। সরস্বতীর আরাধনায় ব্যস্ত যখন সকলে তখন জ্যান্ত সরস্বতী সাজলেন শ্রীমা। ইন্সটাগ্রামে শ্রীমার সরস্বতী লুক লুটেপুটে খাচ্ছে সকলে। অভিনেত্রীকে লক্ষ্য করা যাচ্ছে নীল শাড়ি আর গোলাপি ব্লাউজে সুন্দর করে সেজে যেন সাক্ষাৎ সরস্বতী হয়ে বীণাপাণি নিয়ে পোজ দিতে। ক্যাপশনে লেখে,’বীনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে’।

Related Articles