বিনোদন

কপালে লাল সিঁদুরে টিপ, বিয়েবাড়িতে আনন্দে আত্মহারা অভিনেত্রী শ্রাবন্তী

২০২০ সালের দুর্গা পুজো থেকেই গুঞ্জন শুরু হয়েছিলো টেলি পাড়ায় তাদের সম্পর্ক আর আগের মতন নেই। তবে তারা স্পষ্টত কিছু না বললেও তাদের সোশ্যাল হ্যান্ডেলে চোখ রাখলে কিছুটা বোধগম্য হয়। কথা হচ্ছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার স্বামী রোশন সিং সম্পর্কে। তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জনের কালো মেঘ জমা হয়েছে। শোনা যাচ্ছে তারা আর একসঙ্গে থাকেন না। শ্রাবন্তী তার সোশ্যাল হ্যান্ডেল থেকে স্বামী রোশন সিং-এর ছবিও সরিয়ে দিয়েছেন।

অপরদিকে রোশন সিং-এর পোস্ট দেখেও মনে সন্দেহ দানা বাঁধে। তবে এসব ভুলতে শ্রাবন্তী নিজেকে বেশ ব্যস্ত রেখেছেন। সমতল থেকে পাহাড়ে চলে গিয়েছেন তার পরবর্তী ছবির শ্যুটিং করতে। সেখানে গোলাপি গাউনে ক্যামেরায় ধরা পড়েছেন অভিনেত্রী।

তার পরবর্তী ছবি ‘বিক্ষোভ’-এর শ্যুটিং এর জন্যই মূলত তিনি পাহাড় গিয়েছেন। ছবিতে শ্রাবন্তীর সঙ্গে দেখা যাবে ওপার বাংলার শান্ত খানকে। তবে শ্রাবন্তীর আরও একটি প্রাণের চেয়েও প্রিয় জিনিস হল তার জিমখানা।

এই স্বপ্ন পূরণের পিছনে রয়েছে শ্রাবন্তীর অনেক পরিশ্রম। আর এইসব নিয়েই মেতে রয়েছেন অভিনেত্রী। এবার ফের শ্রাবন্তীকে দেখা গেলো এক অন্য রূপে। যা ভক্তদের রাতের ঘুম উড়িয়েছে। সম্প্রতি শ্রাবন্তী একটি বিয়ে বাড়িতে গিয়েছেন। আর সেখানে তাকে অপরূপ সাজে দেখা গিয়েছে। লাল বড় টিপ কপালে, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিকে একেবারে যেনো অপরূপা।

চড়া মেকাপে পোজ দিয়েছেন তিনি। তিনি কস্টিউম জুয়েলারি বেছে নিয়েছেন চান্দেরী শাড়ির সঙ্গে। লাল রং-এর চান্দেরী শাড়ি, তার সঙ্গে চান্দেরী ব্লাউজ, খোলা চুলে একেবারে রাতের ঘুম উড়িয়েছেন সকলের। তিনি বিয়ের প্রতিটি মূহুর্তকে ক্যামেরাবন্দী করেছেন। বরযাত্রীর সঙ্গে মন খুলে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

Related Articles