খুশির জোয়ার ‘কৃষ্ণকলি’র শ্যামার জীবনে, আনন্দে আত্মহারা অভিনেত্রী তিয়াশা

‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের ‘শ্যামা’ ওরফে তিয়াশা রায় অভিনয় করছেন স্বামী নিখিল ওরফে নীল ভট্টাচার্য্যের সঙ্গে। এই ধারাবাহিক দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। মা কাকীমাদের কাছে প্রিয় একটি ধারাবাহিকের মধ্যে অন্যতম এটি। এবার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে অভিনীত শ্যামা ওরফে তিয়াশার(Tiyasha Roy) জীবনে নতুন খুশির খবর। আর সেই খবরে একেবারে আনন্দে আত্মহারা তিয়াশা। ২০২০ সালের মতন বিষ বছরকে বিদায় জানাতে সকলেই ব্যস্ত ছিলেন।
তিয়াশাও একইভাবে ব্যস্ত ছিলেন নতুন বছরকে স্বাগত জানাতে। ২০২০ সালের শেষের দিকে একটি পিকনিকের ছবি শেয়ার করে লিখেছেন, “হাসতে থাকো, নতুন বছরের অপেক্ষায় রয়েছি”। তবে নতুন বছর যে তার জীবনে এত আনন্দ এনে দেবে তা প্রায় অপ্রত্যাশিত ছিল। সর্বকালের সেরা অভিনেত্রীর তকমা পেলেন তিয়াশা। ফেসবুক ভক্তদের ভোটের মাধ্যমে তিনি জিতেছেন সেরার তকমা।
পাশাপাশি ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। ট্রফি হাতে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিয়াশা(Tiyasha Roy)। সেখানে তাকে দেখা যাচ্ছে বব কাট চুল, পরনে রয়েছে নীল ও গোলাপি রংয়ের পোশাক। মুখে লেগে রয়েছে হাসি। এই পোজেই ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী।
বারবার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকটি মন জয় করে নেয় দর্শকদের। তাই এই ধারাবাহিকের ভক্তও রয়েছেন অনেক। ধারাবাহিকে অভিনীত তারকা থেকে স্ক্রিপ্ট রাইটার সকলেই দর্শকদের মধ্যে উত্তেজনা ধরে রাখতে সক্ষম।