অনস্কিন স্বামীকে বিয়ের শুভেচ্ছা ‘কৃষ্ণকলি’র শ্যামার! দুই বউকে নিয়ে নীলের জমজমাট বউ-ভাত!

গত ৪ঠা ফেব্রুয়ারী মহা আড়ম্বরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা নীল ভট্টাচার্য(Neel Bhattacharya) ও অভিনেত্রী তৃণা সাহা(Trina Saha)। এরপর ১৪ই ফেব্রুয়ারী পি সি চন্দ্র গার্ডেনে আয়োজিত হয়েছিল গ্র্যান্ড রিসেপশন। তবে সেখানে নীলের এক বউ নয়, ছিল দুইজন বউ। কি অবাক হলেন তো? আসলে একজন বউ রিয়্যাল লাইফের, আর অন্যজন রিল লাইফের।
হ্যাঁ ঠিকই ধরেছেন, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র শ্যামা উপস্থিত হয়েছিলেন ‘তৃনীল’এর রিসেপশনে। এদিন শ্যামা ওরফে তিয়াশা রায়ের(Tiyasha Roy) পরনে ছিল লাল ওয়েস্টার্ন পোশাক। পর্দার স্বামী নিখিলকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন তিয়াশা। অন্যদিকে, ‘কৃষ্ণকলি’তেও দেখানো হচ্ছে আরও একবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন শ্যামা ও নিখিল।
উল্লেখযোগ্য, দীর্ঘ দশ বছরের বন্ধুত্বকে পরিণতি দিয়েছেন নীল ও তৃণা। প্রথমদিকে নিজেদের ভালো বন্ধু বলে দাবী করলেও পরে অনুগামীদের চমকে দিয়ে জানান, বিয়ে করতে চলেছেন তারা। এরপর একে একে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ব্যাচেলর পার্টি, আইবুড়ো ভাত, প্রি-ওয়েডিং ও বিয়ের যাবতীয় মূহুর্তের ছবি। যা প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেওয়া হয় তাদের।
বন্ধুবান্ধব, আত্মীয় ছাড়াও তাদের বিয়েতে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
তৃণার আমন্ত্রণে তপসিয়ার অর্কিড গার্ডেনে এসে তাকে আশীর্বাদ করেন মুখ্যমন্ত্রী। সম্পূর্ণ বাঙালি রীতি মেনে বিয়ে হয়েছে নীল ও তৃণার। বিয়েতে এলাহি আয়োজন-সহ রিসেপশনেও মিললো রাজকীয় ব্যবস্থা। এদিন শ্যামা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ‘কৃষ্ণকলি’র গোটা টিম।