বিনোদন

সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ, চুপিসারে বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী ঊষসী!

সাম্প্রতিক সময়ে টেলিভিশন ধারাবাহিকগুলি কী পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেছে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। যত দিন যাচ্ছে এর রমরমা আরও বেড়েই চলেছে। সেরকমই টেলিভিশন ধারাবাহিকের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন ঊষসী রায়(Ushasi Ray)। অভিনয় জগতে প্রথম পা রেখেছেন ২০১৫ সালে। তার আগে আশুতোষ কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রী লাভ করেছেন তিনি।

অন্যদিকে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে সক্রিয় তিনি। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল মাঝেমধ্যেই পোস্ট করেন নানান সব ছবি ও ভিডিও। যেগুলি দেখে প্রশংসায় পঞ্চমুখ হন তার অনুগামীরা। তবে সম্প্রতি যে ছবিটি পোস্ট করেছেন তা দেখার পর সকলে মনে করছেন হয়তো গোপনে বিয়ে সেরেছেন তিনি। কারণ, তাকে সেখানে লাল শাড়ি ও সিঁদুর পরিহিত অবস্থায় দেখা গিয়েছে।

তাহলে চলমান বিয়ের মরশুমে কি সত্যিই বিয়ে করলেন তিনি? না না, বিষয়টি তা নয়। আসলে এটি একটি ফটোশ্যুটের দৃশ্য। যার ক্যাপশনে লিখেছেন, “তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না তারা ফিরেও না চায় আহা, আজি এ…”। পোস্ট করতেই এই ছবি ভাইরাল হয়েছে নিমেষে। উল্লেখযোগ্য, স্টার জলসায় ‘মিলনতিথি’ ধারাবাহিকে প্রথম কাজ শুরু করেন এই অভিনেত্রী। এরপর তাকে দেখা যায় ‘বকুলকথা’ ধারাবাহিকে।

আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। ‘কাদম্বিনী’ ধারাবাহিকের দ্বারাও প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এখানেই শেষ নয় হইচই ওয়েব সিরিজ ‘টুরু লাভ’এ দেখা গিয়েছে তাকে।
এবার খুব শীঘ্রই জি বাংলা অরিজিনালে অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালনায় টেলিফিল্ম ‘ইস্কাবনের রানি’তে তাকে দেখা যাবে। যেখানে একটি চোরের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি তাতে অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক, ভাবনা, ঋষভ প্রমুখ।

Related Articles