১৩০ বছর পর দেখা মিলল তুষার পেঁচার, ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

এবার দীর্ঘ ১৩০ বছর পর তুষার পেঁচার (Snowy Owl) দেখা মিলল নিউ ইয়র্কে (New York)। বুধবার এই পেঁচার দেখা মেলে। পেঁচা দেখতে পাওয়ার ঘটনাটি গোটা নিউ ইয়র্কবাসীর কাছে বেশ বিরল ব্যাপার ছিল। কারণ এই তুষার পেঁচার দেখা খুব সহজে মেলে না। খুবই কষ্টসাধ্য এই পেঁচার দেখা পাওয়া। গত ১৮৯০ সালে তুষার পেঁচা দেখা গিয়েছে। আর এই কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি-এর পক্ষীবিজ্ঞান বিভাগের কালেকশন ম্যানেজার পল সুইট (Paul Sweet)।
তিনি জানান গত ১৩০ বছর আগে ১৮৯০ সালে সেন্ট্রাল পার্কে (Central Park) দেখা মেলে এই তুষার পেঁচার। তারপর আর খোঁজ পাওয়া যায়নি। নিউ ইয়র্কে পেঁচার খবর ছড়িয়ে যাওয়ার পর প্রচুর মানুষ ভিড় করেন। তবে নিউ ইয়র্ক সিটি পার্কস অ্যান্ড রিক্রিয়েশন বিভাগের তরফ থেকে সেই পেঁচার থেকে মানুষের অবস্থান বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে পেঁচাটি অনুকূল পরিবেশের স্বচ্ছন্দে কাটাতে পারবে।
I've been asked by a few people about the historic record of Snowy Owl in Central Park. The only one I can find is mid-December 1890 by an L. S. Foster. Published in Proceedings of Linnaean Society of New York, no. 3. 1891, 6. @LinnaeanNY
— Paul Sweet (@pablo_dulce) January 27, 2021
তুষার পেঁচার দেখা পাওয়ার পর পাখি পর্যবেক্ষক এবং বন্যপ্রাণী উৎসাহীরা নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে ভিড় জমান। ১৮৯০ সালের পর ফের সেন্ট্রাল পার্কে দেখা গেলো তুষার পেঁচা।
The SNOWY OWL of the Central Park North Meadow was not much bothered by the crows that gathered around it earlier and that have now returned. People are staying behind distant fences and being quiet and respectful. pic.twitter.com/BKjGPRiKCZ
— Manhattan Bird Alert (@BirdCentralPark) January 27, 2021
এই পেঁচার ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে যায়। অনেক পাখি পর্যবেক্ষকেরাও তুষার পেঁচাটিকে দেখতে উপস্থিত হন নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে। তারা তাদের ক্যামেরায় পেঁচাটির কয়েকটি ছবি তোলেন এবং সেগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যা দ্রুত ভাইরাল হয়ে যায়।