মিমি চললেন মুম্বাই! টলিউড ছেড়ে বলিউডের আলি ফজলের সঙ্গে জুটি বেঁধে জমিয়ে কাজ করবেন অভিনেত্রী

এবার বলিউডের মাটিতে পা রাখতে চলেছেন টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি শুধু অভিনেত্রী নন, তার পাশাপাশি একজন সাংসদও বটে। তবুও তার অভিনয়ের দক্ষতা এবং যেকোনো চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার সাবলীল মনোভাব তাকে সুযোগ করে দিয়েছে বলিউডে।
২০১৭ সালে মিমি চক্রবর্তীর অভিনীত ‘পোস্ত’ চলচ্চিত্রটি ভীষণই পছন্দ করেছিল জনগণ। ছবিটির পরিচালক ছিলেন শিবপ্রসাদ চক্রবর্তী এবং নন্দিতা চট্টোপাধ্যায়। ছবিটির গল্প এমন ছিল যে একজন নাতি তার দাদু ও দিদিমার কাছে ছোট থেকে বড় হয়ে ওঠে। কিন্তু হঠাৎই তার বাবা ও মা এসে তার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করায় ছেলে ও বাবার মধ্যে এক দ্বন্দ্বের সৃষ্টি হয়। এবং সেই দ্বন্দ্বের টানা পোড়ন মেটাতে চেষ্টা করে ‘পোস্ত’ ছবির খুদে অভিনেতা স্বয়ং পোস্ত। ছবিতে শিশু শিল্পীর মা হিসেবে অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী।
শোনা যাচ্ছে যে, বলিউডে এই পোস্ত-রই হিন্দি রিমেক তৈরি হতে চলেছে। আর সেই কারণেই তারা মিমিকে ছাড়া অন্য কোন নায়িকা কে ভাবতে পারছেন না। পোস্ত ছবির হিন্দি রিমেকে মিমি চক্রবর্তীর সাথে অভিনয়ে থাকছেন পরেশ রাওয়ালের মত একজন অভিজ্ঞ অভিনেতা।
শুধুমাত্র হিন্দি ছবি নয় মিমি চক্রবর্তী ইতিমধ্যে হিন্দি বিভিন্ন প্রকার ওয়েব সিরিজও কাজ সেরে ফেলেছেন। টলিউডের মতো বলিউডে ও বেশ মজবুত জায়গা করে নিতে সক্ষম হয়েছেন তিনি। যদিও হাতে এখনো খুব ভালো ভালো বাংলা সিনেমার সুযোগ ও রয়েছে। কাজ শুরু করেছেন অরিন্দম শীলের আসন্ন থ্রিলার ছবি ‘খেলা শুরু’-তে।