বিনোদন

শীঘ্রই বাজবে বিয়ের সানাই, বলিউডে বরুণ ধাওয়ানের পর সাত পাকে বাঁধা পড়েছেন শ্রদ্ধা কাপুর

নতুন বছরের শুরুতেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড সুপারস্টার বরুণ ধাওয়ান (Varun Dhawan) ও তার বান্ধবী নাতাশা দালাল (Natasha Dalal)। তাদের বন্ধুত্ব আজকের নয়, একেবারে ছোটোবেলার। যদিও তিনি নাতাশাকে বিয়ে করবেন কিনা, সেই বিষয়ে তৈরি হয়েছিল জল্পনা। তবে সবকিছুর অবসান ঘটিয়ে ২৪শে জানুয়ারী গাঁটছড়া বেধেছেন তারা। জানা গিয়েছে একেবারে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে বিবাহ।

সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি পোস্ট করেছেন তিনি। বিয়ের ছবি সামনে আসতেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে তুলেছেন অনুগামী থেকে শুরু করে সেলিব্রিটিরা। তবে এই অভিনেতার বিয়ের পর, আরও এক বলিউড তারকার বিয়ের কথা প্রকাশ্যে এলো। যদিও সেখানে স্পষ্ট করে কিছু বলা হয়নি, তবে শুভেচ্ছা বার্তার মাঝে এই ইঙ্গিতকে বেশ বুঝতে পেরেছেন সকলে। আর সেই তারকা হলেন শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)।

আসলে বরুণের ছবিতে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন শ্রদ্ধার বয়ফ্রেন্ড রাকেশ শ্রেষ্ঠা (Rakesh Shrestha)। যার উত্তরে বরুণ লেখেন ‘আশা করছি এবার তুমিও তৈরি।’ যা দেখে সকলেই মনে করছেন, হয়তো চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। অন্যদিকে মেয়ের বিয়ের প্রসঙ্গে শক্তি কাপুর (Shakti Kapoor) জানিয়েছেন, শ্রদ্ধা যাকেই বিয়ে করুক না কেন তিনি পাশে আছেন।

উল্লেখযোগ্য, বহুদিন থেকেই শোনা গিয়েছে শ্রদ্ধা কাপুর প্রেম করছেন জনপ্রিয় ফটোগ্রাফার রাকেশ শ্রেষ্ঠার সঙ্গে। তারা অবশ্য এই বিষয় নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে বরুণের কমেন্ট এটাই প্রমাণ করে খুব শীঘ্রই বাজতে চলেছে শ্রদ্ধার বিয়ের সানাই। এসবের পাশাপাশি নিজের কর্মজীবন নিয়েও বেশ ব্যস্ত শ্রদ্ধা। বর্তমানে আগত সিনেমা ‘নাগিন’এর কাজ নিয়ে মেতে আছেন তিনি।

Related Articles