টেক নিউজ

দুর্দান্ত সব নতুন ফিচার নিয়ে বাজারে এল ‘মারুতি সুজুকি’র এই গাড়ি, যার মূল্য অতি সামান্য

জনপ্রিয় গাড়ি কোম্পানিগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় কোম্পানি হল মারুতি সুজুকি। বর্তমানে ভারতীয় মার্কেটে মারুতি সুজুকি হল এক বিরাট নাম। এই গাড়ি কোম্পানির বেশ কয়েকটি মডেল ভারতীয় মার্কেটে রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। আর জনপ্রিয়তার শীর্ষে থাকা মডেলগুলির মধ্যে অন্যতম একটি মডেল হল মারুতি সুজুকি s-presso। বিশেষ করে মারুতি সুজুকির গাড়িগুলো সকলের পছন্দের তালিকার শীর্ষে থাকে।

আর কদিন পরেই দীপাবলি। আর এই দীপাবলিতে আমজনতার জন্য বিভিন্ন সংস্থা বিভিন্ন রকমের অফার নিয়ে আসে। যদি কেউ দীপাবলিতে নতুন গাড়ি কেনার কথা চিন্তা-ভাবনা করে থাকেন, তাহলে মারুতি সুজুকির মডেলগুলো ভালো অপশন হতে পারে। সম্প্রতি গ্রাহকদের জন্য মারুতি সুজুকি নিয়ে এসেছে দীপাবলীর সুপার বাম্পার অফার। কারণ খুব শীঘ্রই বাজারের আসতে চলেছে এক নতুন গাড়ি।

সব থেকে নতুনত্ব আনা হয়েছে এই গাড়িটির মাইঅফার। ক্রেতারা এই সিরিজের মডেলের গাড়িটির মাইলেজ পাবেন তা অকল্পনীয়। নতুন গাড়িটিতে ফাইভ স্পিড গিয়ার বক্স পাওয়া যাবে। যেখানে ১ লিটার জ্বালানিতে গাড়িটি ৩২.৭৩ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। আর এতটা মাইলেজ এর ক্ষেত্রে খুব বেশি খরচাও হবে না। আপাতত মারুতি সুজুকি তরফ থেকে s presso এর সিএনজি সংস্করণ দুটি মডেলের গাড়ি বাজারে লঞ্চ করেছে। যার মধ্যে একটি মডেল হল lx আর অপরটি হল vx। lx মডেলের দাম ৫.৯ লক্ষ টাকা। vx মডেলের দাম ৬.১ লক্ষ টাকা। আরো জানানো হচ্ছে, ৫৩০০ আরএমপি যুক্ত ৫৬.৬৯ পি এস এর সর্বোচ্চ পাওয়ার আউটপুট এবং সিএনজিতে ৩৪০০ আরএমপি সর্বাধিক ৮২.১ এন এম টর্ক প্রদান করতে পারে।

S presso s-cng ভেরিয়েন্টের দৈর্ঘ্য ৩৫৬৫ মিমি।lx মডেলের উচ্চতা ১৫৫৩মি মিমি এবং vx মডেলের ক্ষেত্রে ১৫৬৭ মিমি। ১৫২০ মিমি গাড়িটির প্রস্হ। lx ভেরিয়েন্ট এর দাম ৫,৯০,০০টাকা। Vx মডেলের দাম ৬,১০,০০ টাকা।

Related Articles