ঐশ্বর্যর সেক্সি গ্ল্যামারের পর্দা ফাঁস, এই ব্যক্তির সাহায্যেই দশগুণ সেক্সি হয়েছেন রাই সুন্দরী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan)। তার অপরূপ সৌন্দর্য্য ও চোখের ইশারায় কাবু হাজারো অনুগামীরা। বয়স ৪৭, তবে তাকে দেখে তা বোঝার উপায় নেই। অভিনয় জীবন হোক বা ব্যক্তিগত জীবন সবসময়ই তিনি থাকেন লাইমলাইটে। সম্প্রতি আরও একবার তাকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। না না কোনো বিতর্কের কারণে নয়, আসলে তার নিখুঁত সৌন্দর্য্যের রহস্য জানতে কৌতুহলী হয়েছেন সবাই।
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ঐশ্বর্য অভিনীত মনিরত্নমের সিনেমা ‘পন্নিইন সেলভান’। এই সিনেমায় যেন তার রূপ বহুগুণ বেড়ে গিয়েছে। এরই রহস্য উন্মোচিত হয়েছে। আসলে তার এই সৌন্দর্য্যের পেছনে রয়েছে ম্যালফিশেন্ট মেকআপ শিল্পী ফ্লোরিয়ান হুরেলের(Florian Hurel) হাত। তার মেকআপের জাদুতেই আরও বেশি মাত্রায় লাস্যময়ী লাগছে ঐশ্বর্যকে। জানা গিয়েছে, ইতিমধ্যেই হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুরু হয়েছে এই ছবির শ্যুটিং।
এই বিষয়ে হুরেল জানিয়েছেন, “বহু পরিকল্পনা এবং চর্চার পর সাফল্য পেয়েছি। ঐশ্বর্যর সঙ্গে কাজ করতে কে-ই বা না চায়। মনের মধ্যে এক অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে।” সেই সিনেমায় ঐশ্বর্যর লুক প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে নিমেষে। উল্লেখযোগ্য, বাবা কৃষ্ণরাজ ও মা বৃন্দা রাইয়ের দ্বিতীয় সন্তান তিনি।
খুব অল্প বয়স থেকেই ডাক পেয়েছিলেন মডেলিংয়ের। এরপর ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘ইরুবার’এর মাধ্যমে কেরিয়ার শুরু করেন এই অভিনেত্রী।