একটি ছোট্ট ভুল, আর ছেড়ে চলে গেছে প্রথম গার্লফ্রেন্ড, নিজেমুখে গোপন কথা ফাঁস করলেন অক্ষয়

বি- টাউনে সকলেই তাকে মিস্টার পারফেকশনিস্ট বলে চেনে। নিজের ব্যক্তিগত জীবন এবং লাইফস্টাইল নিয়ে অত্যন্ত কঠোর। বলার অপেক্ষা রাখেনা এখানে কথা হচ্ছে বলিউড আক্কি মানে অক্ষয় কুমারকে নিয়ে। অক্ষয়ের জন্য যে কত মেয়ে পাগল তা গুনে শেষ করা যাবেনা। কিন্তু জানেন অক্ষয়কে ছেড়েও চলে গিয়েছিল তার প্রেমিকা। শুধুমাত্র চুম্বন করেননি বলে, ভাবা যায়!
অ্যাকশন হিরো বলতেই একটাই নাম মাথায় আসে, তিনি হলেন অক্ষয় কুমার(Akshay Kumar)। বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক আইকন অক্ষয় কুমার। যিনি মার্শাল আটে পারদর্শী আবার ক্যারাটেতেও ব্ল্যাকবেল্ট। ৫৩ বছরে এসেও ফিটনেস ফ্রিক অভিনেতাকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। তবে, বি টাউনের অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনে উৎসাহের অন্ত নেই অনুরাগীদের। আর সেই সিক্রেট যদি অভিনেতা নিজেই ফাঁস করে দেয় তাহলে তো সোনায় সোহাগা। যেটা করেছেন বলিউড আক্কি।
সম্প্রতি ‘হাউসফুল ৪’ ছবির প্রচারে কপিল শর্মা শোতে এসেছিলেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ ও ববি দেওল। সেখানে এসে অদ্ভুত একটা সিক্রেট শেয়ার করেছেন অক্ষয়। প্রেমিকাদের প্রসঙ্গ তুলতেই লজ্জায় লাল হয়ে যান অক্ষয়। পাশ থেকে ক্রমাগত টোন কাটেন রীতেশ, যেকারনে আরও সবাই মজা পেতে থাকে।
এরপর বাধ্য হয়েই মুখ খোলেন অক্ষয়। এক অদ্ভুত কারণে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছিল। অক্ষয়ের এক গার্লফ্রেন্ড ছিল যাকে নিয়ে তিনি থেকে ৪ থেকে ৫ বার ছবি দেখতে যেতেন, রেস্তরাঁয় খেতে যেতেন। ভারী মজায় কাটতো দিন গুলো। কিন্তু হঠাৎই তার সেই গার্লফ্রেন্ড ব্রেকআপ করে দেয় আক্কীকে। অক্ষয় বান্ধবীর ব্রেকআপ করার মূল কারণ ছিল প্রেম করার সময় অভিনেতা এক বারও চুম্বন করেননি। এমনকি এক বারও হাতও ধরেনি কাঁধে হাত রাখেনি। আনরোম্যান্টিক হওয়ায় সেই প্রেমিকা সম্পর্ক ছিন্ন করে অক্ষয়ের সঙ্গে। আসল ব্যাপার হলো সেই সময় অক্ষয় কুমার এসব করতে ভারী লজ্জা পেতেন। এই কথা বলতে গিয়ে বারবার হাঁসিতে লুটিয়ে পড়েন আক্কি।