বিনোদন

শুধু রিল নয়, রিয়েল লাইফেও হিরো! ভক্তদের কথা ভেবে কোটি টাকার কাজ হাতছাড়া করলেন ‘পুষ্পা’ আল্লু অর্জুন

অনুরাগীদের কথা ভেবে কোটি টাকার বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন(Allu Arjun)। দক্ষিণের এই বিশিষ্ট অভিনেতার কথা আমাদের সকলেরই জানা। ইতিমধ্যেই একাধিক সুপারহিট সিনেমায় তাকে দেখা গিয়েছে। তবে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ’এ অভিনয় করার পর। কারণ, এই সিনেমাটি এতোটাই সুপারহিট হয়েছিল যে শুধুমাত্র দক্ষিণ নয় গোটা ভারতবর্ষতে তার জনপ্রিয়তা ভীষণ বেড়ে গিয়েছে।

এরপর তার কাছে কোটি টাকার বিজ্ঞাপনের প্রস্তাব নিয়ে এসেছিল একটি পান মশলা সংস্থা। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন সেখানে তিনি কাজ করবেন না। যার দ্বারা এটাই স্পষ্ট হয় যে জনপ্রিয়তা বাড়লেও টাকার লোভ বিন্দুমাত্র বাড়েনি এই অভিনেতার মধ্যে। আসলে সম্প্রতি একটি পান মশলা সংস্থার তরফ থেকে ১০ কোটি টাকার বিনিময়ে বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল।

তবে তিনি তাতে রাজি হননি। শুধু তাই নয় জানা গিয়েছে আরো একটি মদের সংস্থাও তাকে ১০ কোটি টাকার বিনিময়ে একটি বিজ্ঞাপনের প্রস্তাব দিয়েছিল। তবে তিনি পরিষ্কার জানিয়েছেন কোনো মাদকদ্রব্যের সমর্থন তিনি করবেন না। কারণ, তিনি এমন কোনো জিনিসের বিজ্ঞাপন করতে চান না যাতে সাধারণ মানুষ তা ব্যবহার শুরু করে। এছাড়া তার মতে তিনি যে দ্রব্য নিজে সেবন করেন না সেগুলির বিজ্ঞাপন তিনি কেন করবেন।

এই কারণেই নাকি তিনি ঐ সংস্থাগুলিকে মানা করে দিয়েছেন। এই বিজ্ঞাপনের প্রস্তাবের বিষয়ে আল্লু জানিয়েছেন, ‘আমি আমার অনুরাগীদের মধ্যে কোনো খারাপ জিনিসের প্রচার করতে চাই না। যেহেতু আমি নিজে তামাক সেবন করি না তাই কোনো সংস্থার বিজ্ঞাপনেও কাজ করতে চাই না। তাই সব প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছি।’ তার এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন সকলে।

Related Articles