আশ্চর্যকর ঘটনা! প্রায় দু’হাজার বছর পুরনো কবর থেকে মিলল সোনার জিভ বসানো মমি

আমাদের পৃথিবী বৈচিত্র্যময়, তাইতো প্রত্নতাত্ত্বিকরা প্রতিনিয়ত খননের মাধ্যমে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে তাদের গবেষণা চালিয়ে যাচ্ছেন। আর তাতে সাফল্যও লাভ করছেন বিশেষ ভাবে। সেরকমই একটি দেশ মিশর, যেখানে খনন করলে মেলে স্মৃতিশৌধ, কবর ও মমি। সম্প্রতি আরও একবার সংবাদের শিরোনামে উঠে এলো মিশর(Egypt)। আসলে এক অবাক প্রকৃতির মমি উঠে এসেছে সেখান থেকে।
অবাক বলার কারণ হল, মমিটির মুখের ভিতর পাওয়া গিয়েছে একটি সোনার জিভ। আসুন তাহলে বিস্তারিতভাবেই জেনে নেওয়া যাক, কি ঘটেছে সেখানে। এই খননকার্য চলছিল মিশরের বিখ্যাত তাপোসাইরিস ম্যাগনা (Taposiris Magna) মন্দির এলাকার আশেপাশে। ইউনিভার্সিটি অব সান্তো দমিনগো এবং তার তরফ থেকে অধ্যাপক ক্যাথলিন মার্টিনেজের তত্ত্বাবধানে এই খননকার্যের দ্বারা মোট ১৬টি পাথরের কবর খুঁজে পাওয়া গিয়েছে।
তারই একটি মমির মুখের ভিতর কিছু একটা চকচক করতে দেখে অবাক হয়ে যান সবাই। পরে লক্ষ্য করে দেখেন সেটি আসলে সোনার জিভ। এরপর থেকেই প্রত্নমহলে চলতে থাকে নানান জল্পনা। যদিও আসল কারণটি জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, ওই মৃত মানুষটি যাতে পাতালে গিয়ে মৃত্যুলোকের দেবতা আসিরিসের সঙ্গে কথা বলতে পারেন, সেই জন্যই তাকে সোনার জিভ দেওয়া হয়েছিল।
জানা গিয়েছে, মমিটির কঙ্কাল ও করোটির বেশিরভাগ অংশ এখনও পর্যন্ত অটুট রয়েছে। শুধু তাই নয় অন্যান্য মমিগুলোর মুখাবরণ ঠিক থাকার ফলে, জীবিত অবস্থায় তারা কেমন দেখতে ছিল তা স্পষ্ট বোঝা যাচ্ছে। অন্যদিকে শুধুই সোনার জিভওয়ালা মমি নয়, এছাড়াও কয়েকটি মমির মাথায় সাপ খোদাই করা সোনার মুকুট, বুক-জোড়া সোনার হার পাওয়া গিয়েছে।