ভাইরাল ভিডিও

আশ্চর্যকর ঘটনা! জলে ভাসতে ভাসতেই আকাশে উড়ে গেল নৌকোটি, বাঙালি যুবকের অসাধারণ আবিষ্কার

বহু মানুষের অনেক বড় বড় ইচ্ছা থাকে। কিন্তু ইচ্ছা থাকলেও সেই ইচ্ছা পূরণ হয়না। অনেকের ইচ্ছা থাকে আকাশপথে ওড়ার। কিন্তু অনেক সময় সাধ্যের অভাবে ইচ্ছা থাকলেও সেই ইচ্ছা পূরণ হয়না। তবে, সোশ্যাল মিডিয়া থাকতে চিন্তা কি? সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছুই সম্ভব। আর এবার সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল একটি নৌকা যা কিনা আকাশে উড়ে বেড়াতে সক্ষম।

অবাক লাগছে তো শুনে নৌকা সে তো জলে ভাসে তা কি করে আকাশে উড়তে পারে? কিন্তু সমস্ত অসম্ভব জিনিসই আজকালকার যুগে হতে পারে সম্ভব। আর এবার সেই সম্ভব করে দেখালো এক বাঙালি যুবক।

সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে লক্ষ্য করা যাচ্ছে একটি নৌকা যা কিনা জলে ভাসছে। নৌকাটি জলে ভাসমান অবস্থাতেই ধীরে ধীরে আকাশে উড়ে চলেছে। যা দেখে আপনার চোখও আকাশে উঠতে বাধ্য। নৌকাটি আকাশে উঠে যাওয়ার পর আকাশের চারপাশে ঘুরে বেড়াচ্ছে ভাবা যায়।

ভাইরাল হওয়া উড়ন্ত নৌকাটি জায়গা ছিল বাংলাদেশ। উড়ন্ত নৌকার উপরে প্যারাসুট লাগিয়ে রাখা হয়েছিল বলে মনে করছে অনেকে। অনেক সময় জ্বালানির সাহায্যেও আকাশে উড়তে পারে এই ধরনের যান। এইধরনের নতুন আবিষ্কারে অবাক অনেকেই। উড়ন্ত নৌকার ভিডিওটি সোশ্যাল মিডিয়া পোস্ট হতেই মুহূর্তে হয়ে যায় ভাইরাল।

Related Articles