
ভগবানের দূত বললে কিছু ভুল হয়না অভিনেতা সোনু সুদকে। সেই কোরোনাকাল থেকে একাধিকবার দুর্গতদের ত্রাতার ভূমিকায় দেখা গেছে অভিনেতা সোনু সুদকে। কখনো পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো কখনো ছাত্র-ছাত্রীদের দায়িত্ব নেওয়া কখনো কোন পরিবারকে পাকাপাকি রোজগারের ব্যবস্থা করে দেওয়া। একের পর এক নানা মানবিক পদক্ষেপ নিয়ে সোনু সুদ(Sonu Sood) ভারতের জনগণের কাছে এখন কার্যত সুপার হিরো।
সনু সুদ এর এরকম কাজে অনুপ্রাণিত হয়ে অনেকেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। এরকমই এক ব্যক্তি হলেন হায়দ্রাবাদের শিবা। যিনি একজন দক্ষ সাঁতারু আর নিজের প্রতিভাকে কাজে লাগিয়েই বহু মানুষকে জলে ডুবে আত্মহত্যা করার হাত থেকে বাঁচিয়েছেন তিনি। হায়দ্রাবাদের হুসেন সাগর ঝিল এ ঝাঁপ দিয়ে অনেকেই আত্মহত্যা করতে চান সেই সব মানুষকেই বাঁচিয়ে এনে নতুন জীবন দেন শিবা।
শিবার এই কাজে এতদিন ধরে অনেকেই পাশে দাঁড়িয়েছেন নানাভাবে অনুদান দিয়ে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন। এবার সম্প্রতি এই অনুদানের জমানো টাকা দিয়ে একটি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলেন শিবা। যার মূল উদ্দেশ্যই মানুষের প্রাণ বাঁচানো।
আর এই অ্যাম্বুলেন্স পরিষেবা নাম রেখেছেন সনু সুদ অ্যাম্বুলেন্স পরিষেবা। সনু সুদ এর দেখানো পথ ধরেই মানুষের জন্য এগিয়ে এসেছেন শিবা তাই সোনু সুদের(Sonu Sood) নামে নামকরন করলেন এই আম্বুলেন্স এর।
এই কাজের জন্য সোনু(Sonu Sood) নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন যে শিবার কাছে তিনি কৃতজ্ঞ। শিবার প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করতে অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধনে নিজে উপস্থিত হয়েছেন তিনি।