ভাইরাল ভিডিও

মাঝ রাস্তায় পড়ে থাকা আহত এক চিতা বাঘ হঠাৎ ছুটতেই বাড়ল আতঙ্ক, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও

সাধারনত বড়ো বড়ো জঙ্গলে বন্যপ্রাণীদের দেখতে পাওয়া যায়। জঙ্গল সফরে গেলে বা টিভির চ্যানেলে চোখ রাখলে হিংস্র সব পশুদের কান্ড দৃষ্টিগোচর হয়। কিন্তু যদি চলতি পথে হঠাৎ করে কোনো বন্যপ্রাণীর দেখা মেলে? যেভাবে প্রতিনিয়ত জঙ্গল কেটে বসতি গড়ে উঠছে তাতে প্রানীদের বাসস্থানের অভাব ঘটছে আর যার ফলে মানুষের বসতিস্থলে চলে আসছে তারা।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি চিতাবাঘ কোন ভাবে শহরের ব্যস্ত রাস্তায় চলে এসেছিল আর সেখানে কোন ভাবে অ্যাকসিডেন্ট করে মাঝ রাস্তায় আহত হয়ে পড়ে রয়েছে। এই ঘটনার চাক্ষুষ দেখতে রাস্তাজুড়ে প্রচুর পরিমাণ লোকজনের সমাগম ঘটেছে। অনেকেই সেই মুহূর্তে ঘটনাটিকে ক্যামেরাবন্দী করতে ব্যস্ত। কিন্তু হঠাৎ করেই এক অদ্ভুত কান্ড ঘটে সেখানে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে হঠাৎ করে চিতাবাঘটি রাস্তা থেকে উঠিয়ে নিজের গন্তব্যের দিকে হাঁটা লাগাতে শুরু করে। যা রীতিমতো অবাক করে দিয়েছে সেখানে উপস্থিত সকল মানুষজনদের। সেখানে উপস্থিত থাকা কোন এক ব্যক্তি ঘটনাটি ক্যামেরায় বন্দী করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন‌। আর যা সামনে আসতেই ভাইরাল হয়ে গেছে রীতিমতো।

প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে ভিডিওটি। নেট নাগরিকরাও এইরকম ঘটনা দেখতে পেয়ে আশ্চর্য হয়ে গিয়েছেন। অনেকেই প্রথমে ভেবেছিলেন যে চিতাবাঘটি হয়তো গুরুতর আহত হয়েছে কিন্তু এমনটা যে হতে পারে তা ভাবতে পারেননি। আপনিও দেখে নিন ভিডিওটি।

Related Articles