বিনোদনভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও- ডেলিভারি রুমে শুয়েই একতা কাপুরের সঙ্গে পোজ দিতে ব্যাস্ত অনিতা হসনন্দানি

জনপ্রিয় টেলি অভিনেত্রী অনিতা হাসনন্দনির প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়েছে গত ৯ই ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার। মঙ্গলবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। যদিও অনিতা বা তার স্বামী রোহিত রেড্ডি ছেলের ছবি এখনো প্রকাশ করেননি। নাগিন সিরিয়ালে নেগেটিভ চরিত্রে অভিনয় করে প্রবল জনপ্রিয়তা পেয়েছিলেন অনিতা হাসনন্দনি।

অনিতার স্বামী রোহিত রেড্ডি পুত্র জন্ম হওয়ার খবর সকলের সঙ্গে শেয়ার করেন। তবে সদ্যোজাত পুত্রের ছবি এখনো সামনে না এলেও অনিতার সাথে হাসপাতালে প্রযোজক একতা কাপুরের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনিতার পুত্রের জন্মের একদিন পর তাদের দেখতে হাসপাতালে যান একতা। সেখানেই ভিডিওটি তোলেন তিনি, এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

একতা কাপুরের শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, সন্তান প্রসবের পর হাসপাতালের বেডে শুয়ে আছেন অনিতা। বেড়ে শুয়েই ভিডিওর পোজ দিচ্ছেন তিনি। একতা কাপুর বেডের পাশে দাঁড়িয়ে আছেন। তাঁর মুখে মাস্ক। অনিতাকে তিনি সন্তান জন্মের জন্য অভিনন্দনও জানান। ভিডিওতে একতা অনিতাকে বলছেন, “অনিতা পোজ, পোজ, পোজ।” আর অনিতাও দিব্বি হাসি হাসি মুখে পোজ দিচ্ছেন।

২০১৩ সালে রোহিত রেড্ডিকে বিয়ে করেছিলেন অনিতা হাসনন্দনি। বিয়ের পরও চুটিয়ে ধারাবাহিকে অভিনয় করে গিয়েছেন তিনি। নায়িকা থেকে নেগেটিভ রোল সবকিছুতেই সাবলীল অভিনয় দক্ষতা তাঁর। ‘ইয়ে হ্যায় মহব্বতে’ হোক বা ‘নাগিন’ সবেতেই অভিনয় দক্ষতায় বাজিমাত করেছেন অনিতা। ৩৯ বছরে মা হলেন অনিতা। লকডাউনের মাঝেই তার প্রেগন্যান্সির খবর সোশ্যাল মিডিয়ায় সকলের সাথে শেয়ার করেন অনিতা।

Related Articles