‘চুড়েল’ তকমা দেওয়া হল অঙ্কিতা লোখান্ডেকে ! ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা নেটিজেনদের !

গত বছর জুন মাসে হঠাৎই কাউকে কিছু না জানিয়ে না ফেরার দেশে চলে যান বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) । তার মৃত্যুর কারণ হিসেবে জানা যায় তিনি দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন। ১৪ই জুন ২০২০ সালে মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে অভিনেতা সুশান্তের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এরপর গোটা সোশ্যাল মিডিয়া সহ বাস্তবের নানান স্তরের মানুষ প্রতিবাদে নেমে আসে। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) সুশান্তের মৃত্যুর পর বলিউডের নেপোটিজম নিয়ে মুখ খোলেন।
এর পাশাপাশি তিনি সুশান্তের মৃত্যু কীভাবে ঘটলো তার তদন্তের দাবি জানান। কঙ্গনার পাশাপাশি আরও একজন মৃত্যুর তদন্ত করার আবেদন করেন আর তিনি হলেন অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)। অঙ্কিতা লোখান্ডে হলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা। জানা যায় তারা একসঙ্গে বহুদিন স্বামী ও স্ত্রী-এর মতন কাটিয়েছেন। তবে সুশান্তের মৃত্যুর অনেক আগেই তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর সুশান্ত বলিউডের অভিনেত্রী কৃতি শ্যানন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান।
তবে শেষ পর্যন্ত তিনি রিয়া চক্রবর্তীর (Rhea Chakrabory) সঙ্গে প্রেমে জড়ান। এরপর সুশান্তের মৃত্যু হলে গোটা দেশ জুড়ে সকলেই রিয়াকে দোষী বলতে শুরু করেন। এরপর উঠে আসে সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের নাম। সকলেই জানান তারা দু’জনে পারফেক্ট জুঁটি ছিলেন। কিন্তু ততদিনে সব শেষ। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অঙ্কিতা নিজের জীবনের দিকে এগিয়ে চলেন। তিনি তার প্রেমিক ভিকি জৈন (Vicky Jain)-এর সঙ্গে প্রেম করতে থাকেন।
জল্পনা শুরু হয়েছে ভিকির সঙ্গে শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কিতা। আর এই ব্যাপারটি মেনে নিতে পারছে না সুশান্তের অনুরাগীরা। সুশান্ত যেহেতু আজ বেঁচে নেই তাই পুরোনো স্মৃতিকে মনের মাঝে রেখে এগিয়ে চলা উচিত। আর অঙ্কিতাও তাই করছেন। কিন্তু সুশান্তের অনুরাগীরা বুঝতেই চায় না। সম্প্রতি অঙ্কিতা তার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে রেখা ও বিনোদ মেহরার জনপ্রিয় গান ‘তেরে বিনা জিয়া যায়ে না’ গানে রেখার মতই সেজে অভিনয় করেছেন তিনি। লাল শাড়ি, রেখার মতই সাজসজ্জা। আর এই ভিডিও দেখে রাগে ফেটে পড়েছেন সুশান্তের অনুরাগীরা। কমেন্ট বক্সে অনেকেই কটুক্তি করেছেন। এমনকি একজন ইনস্টা ব্যবহারকারী লিখে দেন, ‘আপনি চুড়েল।’ যার বাংলা অর্থ ডাইনি। আর ভিডিও নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া।