বিয়ের সানাই বাজার আগেই অন্তরঙ্গ মুহূর্তে অঙ্কুশ-ঐন্দ্রিলা, ঘোষণা করলেন কবে বসবেন বিয়ের পিঁড়িতে

টলি পাড়ায় একের পর এক লেগেছে বিয়ের ধুম। এক এক করে বেশ কয়েকজন তারকার বিয়ে হয়ে গিয়েছে। করোনা পরিস্থিতির কারণে টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্যের (Anirban Bhattacharya) বিয়ে একেবারে সাধারণ ভাবেই সম্পন্ন হয়। তবে এরপর আনলক প্রক্রিয়া থেকে দেশ ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
এরপরই শুরু হয় একের পর এক বিয়ের অনুষ্ঠান। পরপর বেশ কয়েকটি বিয়ে অনুষ্ঠিত হয়েছে টলিউড সেলেবদের। শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউড অভিনেতা নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharya) ও তৃণা সাহা (Trina Saha)।
আর কয়েকটি দিনের অপেক্ষা আর তারপরেই দীর্ঘদিনের সম্পর্ক একটি পরিণতি পাবে। তবে শুধু তারাই নন, এবার আরও একটি যুগলের সম্পর্কে বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। তারা দু’জনেই টলিউডের বেশ নাম করা অভিনেতা ও অভিনেত্রী। একজন হলেন অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। যদিও অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্যের বিয়ের পরই গুঞ্জন শুরু হয়েছিল অভিনেতা অঙ্কুশ ও অভিনেত্রী ঐন্দ্রিলার বিয়ে নিয়ে। এবার তারা নিজেরাই বিষয়টি খোলসা করলেন।
তারা দু’জনেই চলতি মাসে একটি সংবাদমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, চলতি বছরের শেষে অর্থাৎ ২০২১ সালের শেষে ডিসেম্বর মাসে তারা বিয়ে করবেন। যদিও এখনও বিয়ের তারিখ, মেনু, অনুষ্ঠান সূচি কিছুই ঠিক হয়নি। একে একে সব ঠিক করবেন। যদিও তারা নিজেদের পরিবারকেই গুরুত্ব দিচ্ছেন এই বিষয়ে। গত দশ বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে আছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা।
আর তখন থেকেই তাদের দুই পরিবার একই ছাদের তলায় থাকেন। বিয়ের সাজের ব্যাপারে ঐন্দ্রিলা জানান, তিনি বাঙালি রীতি অনুযায়ী বিয়ে করবেন। এছাড়া তার রিসেপশনে গাউন পরে ওয়েস্টার্ন স্টাইলে সাজবেন এমন পরিকল্পনা রয়েছে। কিছুদিন আগেই অঙ্কুশ ও ঐন্দ্রিলা একটি দামি গাড়ি কেনেন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন ওই যুগল। এরপর বিলাসবহুল ফ্ল্যাটও কেনেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে একেবারে সংসার গুছিয়েই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।