‘রাবণের শ্রীলঙ্কায় পেট্রল ৫১ টাকা অথচ রামের ভারতে ৯১ টাকা’, মোদিকে কটাক্ষ অনুব্রতর

নজরে একুশের নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির অন্দরে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। কিন্ত অন্যদিকে নির্বাচনের দিন এগিয়ে আসতেই বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। আর এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
দোরগোড়ায় এসে কড়া নাড়ছে নির্বাচন। কিন্ত নির্বাচনের আগেই রাজ্য জুড়ে মিছিল মিটিং শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। এরই মাঝে বৃহস্পতিবার আমোদপুরে তৃণমূলের সিউড়ি মহকুমার ব্লক ভিত্তিকে শেষ সভায় বক্তব্য রাখেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর সেখান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সুর চড়ান অনুব্রত মণ্ডল।
বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে অনুব্রত মণ্ডল বলেন ‘রামের ভারতে ৯১ টাকা লিটার তেলের দাম। রাবণের শ্রীলঙ্কায় ৫১ টাকা তেলের দাম। পাকিস্তানে ৪৮ টাকা, বাংলাদেশে ৫১ টাকা। আশেপাশের সব দেশের মধ্যে ভারতের জ্বালানি তেলের দাম বেশি। বিজেপি ভারতবর্ষকে বিক্রি করে দেওয়ার মতলবে আছে। একমাত্র বাংলা পারবে ভারতকে পথ দেখাতে। ভারতকে বাঁচাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়’।
এরপরেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে অনুব্রত মণ্ডল ‘ বেইমান ‘ বলে কটাক্ষ করেন। বাংলার উন্নতি প্রধানমন্ত্রী চান না বলেও অভিযোগ করেন তিনি। এরপরেই,নির্বাচনের প্রসঙ্গ নিয়ে অনুব্রত মন্ডল আরও বলেন, ‘ লোকসভা নির্বাচনের পর দু’বছর কেটে গেলেও কোনও কাজ করেনি বিজেপি। ওখানকার মানুষকে যা দেব বলেছিল তা দেয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় হারার পরও একইভাবে উত্তরবঙ্গের মানুষের পাশে আছেন। একই কাজ করে যাচ্ছেন। বাংলার মানুষ অত বোকা নয়’।