বিয়ের আগেই তুমুল ঝগড়া! প্রকাশ্যেই উদুম মারপিট শুরু করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, রইল সেই ভিডিও

বিগত বছর থেকে টলিউড ও টেলিভিশন জগতে শুরু হয়েছে বিয়ের মরশুম। ইতিমধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অনির্বাণ-মধুরিমা গৌরব-দেবলীনা, সৌরভ-ত্বরিতা। শুধু তাই নয় খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন নীল-তৃণা, ওম-মিমি, নীলাঞ্জন-ইমন ও প্রমিতা-রুদ্রজিৎ। এই তালিকায় এবার যোগ হতে চলেছে অভিনেতা অঙ্কুশ ও ঐন্দ্রিলার নাম। বিগত ১০ বছরের প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে চলেছেন এই তারকা জুটি।
অন্যদিকে বিয়ের আগেই নিজেদের সংসার গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। কিনে ফেলেছেন নতুন ফ্ল্যাট ও গাড়ি। এমনকি নতুন বাড়িতে থাকতেও শুরু করে দিয়েছেন তারা। একইসাথে চলছে নতুন সিনেমা ‘ম্যাজিক’এর প্রমোশন। তবে এরই মাঝে দুজনের মধ্যে শুরু হয়ে গেলো মারপিট। যা দেখে অনেকেই বলছেন বিয়ের আগেই এই হাল, পরে কী করবেন তারা? না না চিন্তা করবেন না, আসল বিষয়টি তা নয়।
সম্প্রতি অঙ্কুশ ও ঐন্দ্রিলা একসঙ্গে তাদের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে অঙ্কুশ তাদের সিনেমার নতুন গান মুক্তির কথা বলতে গিয়ে জানান, তারা ফেসবুক পেজ থেকে লাইভে আসবেন। এই কথা বলতেই রেগে যান তার হবু স্ত্রী। যেহেতু অঙ্কুশ বলেছেন ‘আমার ফেসবুক পেজ’, তাই ঐন্দ্রিলাও বলে ওঠেন, ‘আমিও আসবো লাইভ আমার, আমার ইনস্টা পেজে’। এরপরই দুজন খুনসুটি, মারপিট শুরু করে দেন।
যদিও বিষয়টি সম্পূর্ণ প্রমোশনাল, তবে অনেকে প্রশ্ন করেছেন, সত্যিই তারা এমন মারপিট করেন কিনা। প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল তাদের এই ভিডিও। উল্লেখযোগ্য, এতোদিন সম্পর্কে আবদ্ধ থাকলেও বড়ো পর্দায় তাদের একসাথে দেখা যায়নি। অনুগামীদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে তারা জুটি বেঁধেছেন ‘ম্যাজিক’ নামক সিনেমায়। আর কিছুদিন পরই মুক্তি পাবে রাজা চন্দ পরিচালিত এই সিনেমা।