শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বেন জনপ্রিয় জুটি, নীল-তৃণাকে আইবুড়ো ভাত খাওয়ালেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

ইতিমধ্যেই দিন গোনা আরম্ভ করে দিয়েছে অনুরাগীরা। কারণ আর মাত্র কয়েকদিন পরেই চার হাত এক হবে নীল-তৃণার। ইতিমধ্যেই বাগদানের পর্ব সেরে ফেলেছেন টলিপাড়ার চর্চিত জুটি নীল তৃণা। আর এখন আইবুড়ো নাম ঘোচাতে সবার বাড়ি বাড়ি আইবুড়ো ভাত খেয়ে বেড়াচ্ছেন নীল(Neel Bhattacharya)-তৃণা(Trina Saha)। এবার নীল তৃণাকে আইবুড়ো ভাত খাওয়ালো টলিপাড়ার আরেক চর্চিত জুটি ঐন্দ্রিলা(Oindrila Sen)- অঙ্কুশ(Ankush Hazra)।
আর কিছুদিন বাদেই নীল-তৃণার দশ বছরের প্রেম পরিণতি পাচ্ছে। ৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন নীল-তৃণা। শহরের এক নামী ক্লাবে বসবে বিয়ের আসর। এরপর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিন হবে গ্র্যান্ড রিসেপশন। বিয়ের ঠিক ২৫ দিন আগে, এনগেজমেন্ট পর্ব সেরে ফেলেন টলিউডের প্রবল জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা।
রিল লাইফেও ‘খড়কুটো’র গুনগুনের সবে মাত্র বিয়ে হয়েছে সৌজন্য-র সঙ্গে। তা নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। আর এবারে রিয়েল লাইফে বিয়ের পিঁড়িতে বসবেন তৃণা। ‘কৃষ্ণকলি’র নিখিলের সঙ্গে গুনগুনের বিয়ে বিয়ে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।
তৃণা বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ, ফ্যানেদের জন্য নিত্যনতুন আপডেট দিতে থাকেন। বাগদানের পরই নীলের সঙ্গে কাটানো কিছু অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। আর এবার প্রকাশ্যে আইবুড়ো ভাত খাওয়ার পর্ব।
রবিবারই নীল-তৃণা হাজির হয়ে যান অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন বাড়িতে। আর সেখানেই পাত পেড়ে আইবুড়ো ভাত খেয়ে নেন তারকা জুটি। আর সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করতে ভোলেননি অঙ্কুশ-ঐন্দ্রিলা। ছবি পোস্ট করে এক তারকা জুটি আরেক তারকা জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের নতুন পথচলার জন্য।
ছবি শেয়ার করে ঐন্দ্রিলা লেখেন, ‘প্রিয় বন্ধু ও আমাদের প্রিয় শিশুর আইবুড়ো ভাত, চিরকাল এইভাবেই ভালো থাক’। আর জবাবে পাল্টা তৃণা লেখেন- আই লাভ ইউ অনেক। ভাত, মাংস, মাছ. চিংড়ির মালাইকারি, দই, মিষ্টি, চকোলেট ব্রাউনি সব চেটে পুটে খেয়েছে তারা।