বিনোদন

‘ডার্লিং’ অনেক ভালবাসা নিও, শুভশ্রীকে ছেড়ে কাকে ‘ডার্লিং’ বলছেন রাজ

টলিউডের অন্যতম সেলেব ক্যাপল হলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলি (Subhasree Ganguly)। তারা সোশ্যাল মিডিয়ায় যেমন ভালোবাসায় মগ্ন একে অপরের প্রতি সেকরম বাস্তব জীবনেও তাই। গত বছরের শেষের দিকে রাজ ও শুভশ্রীর ঘর আলো করে একটি পুত্র সন্তান জন্ম নেয়।

আর এরপর থেকে আরও ব্যস্ত হয়ে পড়েছেন এই সেলেব ক্যাপল। মাঝেমধ্যেই তাদের পুত্র যুভানের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায়। কখনও মা’য়ের সঙ্গে অথবা বাবার সঙ্গে যুভান (Yuvaan Chakraborty) সেলফিতে একেবারে ধাতস্থ হয়ে গিয়েছে।

ধীরে ধীরে বেড়ে উঠছে টলিউডের ‘তৈমুর’। তাকে অনেকেই টলিউডের ‘তৈমুর’ নামেই ডাকে। ছোট্ট যুভানের ফ্যান পেজও রয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে তার একাধিক ছবি ভাইরাল হয়। সম্প্রতি টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী একটি তরুণীর ছবি পোস্ট করলেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। তাকে ‘ডার্লিং’ বলে সম্বোধনও করলেন রাজ। তবে কে সেই ‘ডার্লিং’! জানা গিয়েছে, তরুণী রাজ ও শুভশ্রীর খুব ভালো বান্ধবী। তারা সকলেই চেনা পরিচিত।

একসঙ্গে তারা বিভিন্ন পার্টি বা অনুষ্ঠানে হাজির থাকেন। তরুণীর নাম জানা গিয়েছে, শালিনী শিকদার (Shalini Sikdar)। শালিনীর একটি হট হলুদ ড্রেস পরা ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে রাজ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শালিনীর সোশ্যাল হ্যান্ডেলেও বেশ কিছু ছবি পাওয়া গিয়েছে। তিনি কোনো ক্যাফেতে বসে রয়েছেন এবং তার মুখ চিন্তামগ্ন। এবার আর রাজ তার ছেলে যুভান নয়, এই তরুণীর সঙ্গেই ছবি পোস্ট করেছেন।

Related Articles