বিনোদন

একরত্তি খুদে ইউভানকে ছাড়া আরও এক সন্তানের কথা ফাঁস করলেন রাজঘরণী শুভশ্রী

একজন টলিউডের জনপ্রিয় পরিচালক আর অন্যজন নামকরা অভিনেত্রী। তাদের পরিচয় কর্মসুত্রে হলেও, বর্তমানে তারা একে অপরের চির দিনের সঙ্গী। আর কেউ নন, তারা হলেন অতি পরিচিত মুখ রাজ চক্রবর্তী(Raj Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলী(Subhasree Ganguly)। রূপকথার মতোন জীবন তাদের, একইসাথে জীবনে এসেছে প্রথম সন্তান ইউভান(Yuvaan)।

তার সাথেই কেটে যাচ্ছে ‘রাজশ্রী’র বেশিরভাগ সময়। অন্যদিকে জন্মের পর রীতিমতো সেলিব্রিটি হয়ে উঠেছে জুনিয়র চক্রবর্তী। কারণ বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল জুড়ে যেন শুধুই তিনি। কখনও অষ্টমীর পাঞ্জাবী আবার কখনও কোলে আদর খাওয়া। সবমিলিয়ে তার ছবিতে ভর্তি রাজ-শুভশ্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেরকমই একটি ছবি।

তবে তাতে ইউভান একা নয়, বরং রয়েছে শুভশ্রীর আরও এক সন্তান। কী অবাক হলেন তো? হওয়ারই কথা। আসলে সেই ছবিতে অন্য এক সন্তান হল এই অভিনেত্রীর চারপেয়ে সন্তান জিলাটো। ইউভান ও জিলাটোর এই মিষ্টি মুহূর্ত পোস্ট করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন, “আমার সন্তানেরা।” এই আদুরে মুহূর্ত দেখে অনুগামীরা ভালোবাসায় ভরিয়ে তুলেছেন তাদের।

উল্লেখযোগ্য, বিয়ের আগেও শুভশ্রীর সারাক্ষণের সঙ্গী ছিল জিলাটো। আর বিয়ের পরেও কিছু বদলায়নি। নিজের সন্তানের মতোই জিলাটোকে ভালোবাসেন শুভশ্রী। চিহুয়াহুয়া প্রজাতির এই সারমেয়র সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে ইউভানেরও। তাইতো একাধিক ছবিতে তাদের একসাথে দেখা গিয়েছে। বর্তমানে দুই সন্তান ও স্বামীকে নিয়ে সুখে সংসার করছেন শুভশ্রী।

Related Articles