বিনোদনভাইরাল ভিডিও

মাথায় গামছা ও মুখে মাস্ক, নিজের গ্রাম ঘুরে দেখলেন অরিজিৎ সিং! তুমুল ভাইরাল ভিডিও

মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ১৯৮৭ সালের ২৫শে এপ্রিল জন্মগ্রহণ করেন আজকের জনপ্রিয় গায়ক অরিজিত সিং (Arijit Singh)। তিনি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যেখানে পরিবারের অনেক সদস্য গানের জগতের সঙ্গে পরিচিত ছিলেন। আর তা দেখে অরিজিত নিজেও গানের প্রতি অনুরাগী হয়ে ওঠেন। তিনি ভারতীয় ক্লাসিকাল গানের শিক্ষা নিয়েছিলেন তার গুরু রাজেন্দ্র প্রসাদ হাজারি (Rajendra Prasad Hazari)-এর কাছ থেকে। তার তবলার গুরু ছিলেন ধীরেন্দ্র প্রসাদ হাজারি (Dhirendra Prasad Hazari)।

অরিজিত বীরেন্দ্র প্রসাদ হাজারি (Birendra Prasad Hazari) -এর কাছ থেকে রবীন্দ্র সংগীত ও পপ গানের শিক্ষা নিয়েছিলেন। তার দিদিমা ছিলেন একজন ক্লাসিকাল গানের শিল্পী, অপরদিকে তার মা গান গাওয়ার পাশাপাশি তবলা বাজাতেন। আর এই পরিবেশ অরিজিতের স্বপ্নকে আরও সুদৃঢ় করেছিল। তার মা একজন বাঙালি ও বাবা একজন পাঞ্জাবি। আজকের দিনে অরিজিত সিং যেই স্থানে রয়েছেন তা একদিনে তৈরি হয়নি। তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।

সাল ২০০৫, তখন অরিজিতের বয়স মাত্র ১৯ বছর। গায়ক হবার স্বপ্ন নিয়ে তিনি পাড়ি দিয়েছিলেন সুদূর মুম্বাই। সেখানে একটি ভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’ (Fame Gurukul)-এ অংশগ্রহণ করেন। যদিও সেখানে জয়লাভ করতে পারেননি। তাকে ষষ্ঠ স্থান অধিকার করেই ফিরতে হয়। কিন্তু ধীরে ধীরে অরিজিত গানের জগতে প্রবেশ করেন গায়ক প্রীতম (Pritam) -এর সহযোগী হিসেবে ২০১০-১১ সালে। তিনি প্রথম বলিউড সিনেমা ‘মার্ডার টু’-তে ‘ফির মহব্বত’ গান গেয়েছিলেন।

এরপর ২০১৩ সালে মুক্তি পায় বলিউড সিনেমা ‘আশিকী টু’। এই ছবিতে অরিজিতে ‘তুম হি হো’ ও ‘চাহুঁ ম্যাঁ ইয়া না’ গান গেয়ে বাজিমাত করেন। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর গান গেয়ে জনপ্রিয় হয়ে ওঠেন সকলের। তিনি বাংলা ও হিন্দি ছাড়া আরও বেশ কয়েকটি ভাষায় গান গেয়েছেন। তবে আজকে তিনি গোটা দেশে এত জনপ্রিয় হলেও আজও তিনি মাটির মানুষ। নিজের বাড়ি মুর্শিদাবাদে প্রায়ই আসেন অরিজিত।

সম্প্রতি অরিজিতের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যেখানে তাকে দেখা যাচ্ছে মাথায় গামছা বাঁধা, মুখে মাস্ক ও গায়ে একটি জ্যাকেট ও ট্রাক প্যান্টে। আর এইভাবেই নিজের এলাকায় দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ভারতের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিংগার অরিজিত সিং।

Related Articles