
তাকে সকলেই কিং খান নামেই চেনে। বয়স বাড়লেও তার জনপ্রিয়তা আজও তুঙ্গে। এরই মাঝে কিন্তু আইপিএলের চতুর্দশ সংস্করণের নিলামে হাজির হয় আরিয়ান খান। আরিয়ানের সঙ্গে শাহরুখের মিল পাচ্ছে সকলে।
বর্তমানে কিন্ত বলিউড ঝুঁকেছে নয়া তারকায়। সেই তালিকায় কিন্ত বেশ প্রথমেই নাম আছে আরিয়ানের। আরিয়ানের সঙ্গে আবার কিং খানের মিল পাচ্ছে অনেকেই।
Like Father.. Like Son ❤️@iamsrk #AryanKhan #IPL2021Auction pic.twitter.com/pUJks99Icj
— Shekhar Raaz (@shekharraaz1992) February 18, 2021
এরই মাঝে আইপিএলের নিলামে হাজির হতে দেখা যায় আরিয়ানকে। আইপিএলের চতুর্দশ সংস্করণের নিলামে শাহরুখ খানের পরিবর্তে হাজির হন আরিয়ান। সেখানে আরিয়ানের কথাবার্তা থেকে হাঁটাচলা, সবকিছুই কিং খানের মতো বলে অনুরাগীদের মন্তব্য। ইতমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল আরিয়ান।
শুধু আরিয়ান একা নয় নিলামে হাজির হয়েছিল জাহ্নবীও। জাহ্নবী কিন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে বিড করে। সেলবদের আড্ডায় জমজমাট আইপিএলের চতুর্দশ সংস্করণের নিলাম।