দোলনায় শুয়ে দোল খাচ্ছে ছোট্ট ইউভান, ক্যামেরা সামনে আনতেই নাচতে শুরু করল রাজ-পুত্র ইউভান

বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পাওয়ার কাপল রাজ চক্রবর্তী(Raj Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলি(Shubhasree Ganguly)। তাদের জীবন যেন ঠিক কোনো রূপকথার মতোন। যদিও তাদের প্রথম আলাপ হয়েছিল কর্মসূত্রে। তবে এরপর চিরদিনের জন্য একে অপরের হয়ে গিয়েছেন এই তারকা জুটি। দীর্ঘদিন প্রেম করার পর ২০১৮ সালের ৬ই মার্চ আবদ্ধ হয়েছেন বিবাহবন্ধনে। বহু চড়াই-উতরাই সামলে বর্তমানে তারা এক সন্তানের বাবা-মা।
তবে তার কিছুদিন আগেই পরিবারে নেমে এসেছিল শোকের ছায়া। কারণ, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজের বাবার। এই কঠিন পরিস্থিতিতে পরিবার আলো করে জন্ম নিয়েছে তাদের প্রথম সন্তান ইউভান। বর্তমানে চুটিয়ে মাতৃত্ব ও পিতৃত্ব উপভোগ করছেন তারা। এক কথায় বলতে গেলে ইউভানকে নিয়েই কেটে যাচ্ছে তাদের দিনের বেশিরভাগ সময়। ছেলের জন্মের পর হাসপাতাল থেকে তারা পোস্ট করেছেন নানা ছবি ও ভিডিও।
আর অন্যদিকে বাবা-মায়ের মতোন ইউভানও(Yuvaan) রীতিমতো সেলিব্রিটি হয়ে উঠেছে। কারণ, ‘রাজশ্রী’র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই মিলবে তার প্রচুর ছবি। শুধু তাই নয় তার ছবি দেখার জন্য রীতিমতো অপেক্ষা করে থাকেন অনুগামীরা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেরকমই একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে, শীতের পোশাক পরিহিত অবস্থায় দোলনায় বসে রয়েছে ইউভান।
আর ক্যামেরার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। ছেলের মিষ্টি এই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রাজ। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘কি উত্তেজনা।’ পোস্ট করতেই কমেন্ট ও রিয়্যাক্টের পাশাপাশি নিমেষে ভাইরাল সিম্বার সেই ভিডিও। মাঝেমধ্যেই তার এরকম ভিডিও উঠে আসে নেট দুনিয়ায়। যা দেখে তাকে ভালোবাসায় ভরিয়ে তোলেন নেটিজেনরা।