অফবিট

মাত্র ১৫ বছর বয়সেই দেশের সর্বকনিষ্ঠা পাইলট হিসাবে ইতিহাস কাশ্মীরের আয়েষার

কাশ্মীরের মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই পেয়ে যান পাইলট তকমা। তিনিই দেশের সর্বকনিষ্ঠ পড়ুয়া পাইলট আয়েষা আজিজ। তিনি গত ২০১১ সালে এই তকমা পান। তখন তার বয়স ছিল ১৫ বছর। তারপর দশ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখন আয়েষা আজিজের বয়স ২৫ বছর। তিনি বর্তমানে দেশের মেয়েদের কাছে অনুপ্রেরণা স্বরূপ। আয়েষা জানিয়েছে, তার স্বপ্ন পূরণের পথে ও মনোবল জোগাতে সবথেকে বেশি সাহস জুগিয়েছেন তার বাবা মা।

কাশ্মীরে বসবাসকারী মেয়েদের স্বপ্ন আর পাঁচটা প্রদেশের মেয়েদের মতন ডানা মেলে উড়ে চলতে পারে না। ঘরের মধ্যেই বন্দী হয়ে থাকে সেই স্বপ্ন। সেখানে আয়েষা একজন উদাহরন বটে। আয়েষা ২০১১ সালে মিগ-২৯ বিমান চালানো শেখার প্রশিক্ষণ নিতে রাশিয়া পাড়ি দেন। এরপর বম্বে ফ্লাইং ক্লাব থেকে তিনি পাইলট হিসেবে স্নাতক হন। অবশেষে তার স্বপ্ন পূরণ হল।

আয়েষা বানিজ্যিক লাইসেন্স পান ২০১৭ সালে। আয়েসার এই স্বপ্ন পূরণ মোটেই খুব সহজ ছিল না। তার কাছে বাঁধাধরা চাকরি জীবন মোটেই পছন্দ নয়। অন্যের দেওয়া রুটিনে তার চলার ইচ্ছে ছিল না। তিনি এমন কোনো চাকরি করতে চেয়েছিলেন যেখানে থাকবে না কোনো একঘেয়েমি। প্রতিটি পদে পদে থাকবে চ্যলেঞ্জ। আর তাই ছোটোবেলা থেকেই তিনি পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন।

তার কথায়, পাইলট পেশায় মানসিক অবস্থা বেশ মজবুত থাকে। কারণ ২০০ জন যাত্রীকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া একটি দায়িত্ব। তিনি নিজের প্রদেশের নাম তুলে সেখানকার মেয়েদের বেশ প্রশংসা করেন। কাশ্মীরের মেয়েরা বর্তমানে শিক্ষাক্ষেত্রে বেশ উন্নতি করছে। তাই নিজের প্রদেশের মেয়েদের নিয়েও তিনি বেশ আনন্দিত।

Related Articles