বিনোদনভাইরাল ভিডিও

৩৯বছর বয়সে প্রথমবার মা হচ্ছেন অনিতা হাসানন্দানি, ‘বেবি বাম্প’-র ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী

হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী অনিতা হাসনন্দানি। বড়ো পর্দা থেকে শুরু করে ছোটো সবেতেই কাজ করেছেন তিনি। সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছেন খলনায়িকার চরিত্রে অভিনয় করে। কিছুদিন আগেই জানিয়েছিলেন মা হতে চলেছেন তিনি।

এবার পোস্ট করলেন বেবি বাম্পের ছবি। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “পতি পত্নী অউর ও।” ছবিতে তার স্বামীকেও দেখা গিয়েছে। পোস্ট হতেই নিমেষে ভাইরাল হয়েছে সেই ছবি।

উল্লেখযোগ্য, তিনি তার মা হওয়ার খবরটি বেশ অভিনব পদ্ধতিতে জানিয়েছিলেন অনুগামীদের। একটি ভিডিও পোস্ট করেছিলেন কিছুদিন আগে।
যেখানে একবার করে লাফ দিলেই পাল্টে যাচ্ছিলো পোশাক। প্রেম থেকে বিয়ে এবং বিয়ে থেকে গর্ভবতী অবস্থার দৃশ্য ছিল ভিডিওটিতে। ২০১৩ সালে ভালোবাসার মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অনিতা। এরপর কেটে গিয়েছে বহু বছর। অবশেষে ৩৯ বছর বয়সে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানাতেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছিলেন অনুগামীরা।

উল্লেখযোগ্য, বেশ কয়েকটি ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন অনিতা। তবে জনপ্রিয়তা এতোটুকুও কমেনি, বরং বেড়েছে। তবে তাকে বড়ো পর্দায় কাজ না করার প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, “ছোটো পর্দা হোক বা বড়ো পর্দা, আমি কাজ করতে ভালোবাসি। অভিনয় ভালোবাসি।

মানুষের এতো ভালোবাসা পাচ্ছি, এটাই আমার জন্য অনেক। তবে আপাতত আর কাজ নয়, যে আসছে আমি তাকে নিয়েই ভাবতে চাই। ছোট্ট বিরতি চেয়ে নিচ্ছি দর্শকদের কাছ

Related Articles