বিয়ের পর্ব শেষে এবার মধুচন্দ্রিমার পর্বে কোথায় গেলেন সৌরভ-ত্বরিতা জুটি

সবে মাত্র চার হাত এক হয়েছে তরুণ কুমারের নাতি অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী ত্বরিতার(Twarita Chatterjee)। গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমারের বিয়ের রেশ কাটতে না কাটতেইই ফের সানাইয়ের সুর বাজে মহানায়কের পরিবারে। গত ১৫ জানুয়ারি গাঁটছড়া বাঁধেন সৌরভ-ত্বরিতা। বিয়ের পর্ব সেরেই মধুচন্দ্রিমায় পাড়ি দিলেন সৌরভ-ত্বরিতা।
টলিপাড়ায় গত বছরের লকডাউনের পর থেকেই চলেছে বিয়ের মরশুম। একেরপর এক সেলিব্রিটিরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নতুন বছরেও সেই ধারা অব্যাহত রয়েছে। ১৫ ই জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষার পর পূর্ণতা পেল সৌরভ ব্যানার্জি এবং ত্বরিতা চ্যাটার্জির তিন বছরের প্রেম। ধুমধাম করে এলাহি আয়োজনে বিয়ে সারেন এই মিষ্টি জুটি। বিয়ে সারতেই মধুচন্দ্রিমায় চলে গেলেন কপোত কপোতী।
ত্বরিতা সৌরভের বিয়ে হয়েছে ‘ উত্তীর্ণ ‘ তে, রিসেপশনের আয়োজনও সেখানেই করা হয়েছিল। তরুণ কুমারের নাতির বৌভাতে আবারো প্রধান হয়ে উঠেছিল আভিজাত্য, সাজসজ্জার চাকচিক্য। কাঠের ফ্রেমে মাদুর দিয়ে পিলার গুলোতে করা হয়েছিল সাবেকি ডেকরেশন, এছাড়া ছিল রংবেরঙের ফুল আর আলোর রোশনাই। বিয়ের মতন রিসেপশনেও ত্বরিতার দিক থেকে সহজে চোখ ফেরানো যায়নি।
রিসেপশনে অভিনেত্রী সোনালি রঙের লেহেঙ্গা শাড়ি, কুন্দনের গয়না আর মাথায় লাল গোলাপ দিয়ে সেজেছিলেন। বহু তারকাদের সমাগম ঘটেছিল তাদের বিয়ের আসরে। বিয়ে শেষ করেই এবার মধুচন্দ্রিমায় বকখালিতে ত্বরিতা সৌরভ। হোটেলের ব্যালকনিতে সবুজ গাউনে হোটেলের ব্যালকনিতে ছবি তুলে পোস্টও করছেন সৌরভ-ত্বরিতা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল ত্বরিতা সৌরভের মধুচন্দ্রিমার ছবি।
সৌরভ ত্বরিতার বিয়ের মেনুতে ছিল এলাহি আয়োজন। স্যালাড, কড়াইশুঁটির কচুরি, মটন কিমা, হলুদ পোলাও, মটন মশলা থেকে শুরু করে জিলিপি। শেষপাতে মিষ্টিও ছিল হরেক। বেকড মিহিদানা, নলেন গুঁড়ের কুলফি ইত্যাদি। সেলেব জুটির বিয়েতে উপস্থিত ছিলেন রানি রাসমণই ধারাবাহিকের গোটা টিম-সহ আরও অনেক টলি তারকা। দেখা যায় নব দম্পতি সৌরভের দাদা-বউদি গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমারকেও।